নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভারি বৃষ্টি হলেই বন্যায় তলিয়ে যায় শহর=

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৯


আজ গ্যাস লাইন, কাল বিদ্যুত লাইনের গর্ত
পরশু জলের পাইপ, চলছে কর্ম স্বতস্ফূর্ত।
আজ ফুটপাত হবে ঠিক
তো কাল গ্যাস লাইন করেছে লিক।

রাজপথ তুই শান্তিতে থাকবি, শান্তিতে থাকাচ্ছি আজই
তোর বুক খুঁড়ে করবো টেন্ডারবাজি,
বাড়ুক ভোগান্তি
পকেট গরম- আমার শান্তি।

লোকজনে তো নানা কথা কয়, কার কী তাতে!
আসুক বৃষ্টি, ডুবুক পথ, কড়িতে পকেট ভরুক এ খাতে
কোথায় কাটতে হবে, কোথায় ভাঙ্গতে হবে, ঘুরে দেখি
চ্যালা ফ্যালা আছে যারা...... আসল নয় কেউ, মেকি।

দুযোর্গ আসুক ধেয়ে, রাস্তা কেটে করবো খানাখন্দ
ভাসুক শহর বন্যায়, আমার কী, আমার তো আনন্দ
আমি টেন্ডারবাজিতে রেখেছি মন
পকেট ফুলে ফেঁপে টুইটুম্বুর, আহা বুকে সুখ শিহরণ।

বাদ যাবে না শহরের অলিগলি
খোঁড়তে যদি না পারি..... ম্যানহোল খুলতে বলি
বালতি ভরে বেহুদাই জল তুলি
এসব কর্মে আমি প্রায়ই সততা ভুলি।

নষ্ট হোক সরকারের কড়ি
আমার জন্য এসব অপকর্ম সুখের বড়ি,
দেখি অন্য শহরের অন্য রাজপথ খুঁড়তে- পটাতে পারি কিনা
শহর সাজানোর পরিকল্পনা তো আমার নেই....
আমি বাঁচি না কড়ি বিনা।
©কাজী ফাতেমা ছবি
০৩-০৭-২৫

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২২

সামরিন হক বলেছেন: বাস্তব জীবন। সুন্দর হয়েছে।

০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন

২| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ৮:০৪

জিনাত নাজিয়া বলেছেন: সবকিছুই কবিতার মাধ্যমে বলেছ,খুব সুন্দর। শুভকামনা রইল আপু।

০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন

৩| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ৮:১০

ওমর খাইয়াম বলেছেন:



নুহ নবীর মতো একখানা জাহাজ বানান।

০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আইচ্ছা ঠিকাছে
অকে

৪| ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৮:২৪

কামাল১৮ বলেছেন: এবার শুধু শহর না, দেশই তলিয়ে যাবার সম্ভাবনা।গঙ্গা চুক্তি নবায়ন না হলে।যার সম্ভাবনা ক্ষীণ।

০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হতে পারে

৫| ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৮:৩৭

রোবোট বলেছেন: ড্রেন বানান, লেইক বানান,

০৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরকাররে কইন যে। আমি কেমনে বানামো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.