নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এত বিত্ত বৈভবে কী হবে=

০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৮


যতটুকু প্রয়োজন, যতটুকু হলে - জীবন চলে যায় খেয়ে শুয়ে বসে,
ততটুকুই রোজগারের অঙ্ক কষে,
হালাল উপার্জনের বুকে গেলেই হয় চষে...
কী হয়? কী লাভ এত টাকা কড়ির পাহাড় করে?
কী যাবে সঙ্গে বলো মাটির ঘরে?

চাহিদার ব্যাপ্তি এক আকাশ, সাত পাহাড়, আট সমুদ্দুর,
মৃদু অপ্রাপ্তিতে কেন - বুকে পুষো চৈত্রের রোদ্দুর?
মৃত্যু যখন দাঁড়াবে দুয়ারে,
সাধ্য কী আছে, ঘুষ দিয়ে বিদায় করা যাবে তারে?

বিত্ত বৈভব দেখিয়ে মৃত্যুকে কী লোভ লাগানো যায়?
তবে কেন অথৈ সময় করো ব্যয় ইনকামের ধান্ধায়,
নামাজে নেই মন, মানবিকতায় মন নেই,
কেবল নিজের সহায় সম্পত্তি নিয়ে কাটে আনন্দেই।

কী হবে এত এত প্রাসাদের মালিক হয়ে?
একদিন তো মাটিতেই যেতে হবে ক্ষয়ে,
একটি ঘর, তাও অন্ধকার, নিস্তব্ধ,
কেটে যাবে একাকি যুগ যুগ, সভ্যতা, কত অব্দ।

কী লাভ এত মাটি কিনে, কেন দুনিয়ার মোহ ছুঁতে এত আয়োজন,
মাত্র সাড়ে তিন হাত মাটিই তো প্রয়োজন,
বিমর্ষ মন, কেবল ভাবনায় হারিয়ে ভাবি,
আর বলি ও মন এত চাস্ কেন মোহ, কবে তুই বদলাবি।

বিত্তশালী মানুষ, অসুস্থক্ষণে কত ডাক্তার কত বৈদ্য পাশে,
কোটি টাকায় কী হয় তখন? তখন তো আতঙ্ক চোখে মৃত্যু ত্রাসে;
কবিরাজ ওজা, কেউ আসবে না কাজে মৃত্যুকালে,
নামাজ পড়ো, ঈমান রাখো ঠিক,পরকালের জন্য সৌভাগ্য গড়ো
নিজের ভালে।
©কাজী ফাতেমা ছবি
০৭-০৭-২০২১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮

ওমর খাইয়াম বলেছেন:




আমাদের জাতি খুবই দরিদ্র, ইহার জন্য সম্পদ ও বৈভব অর্জন করার জন্য ব্যাংক আপনাকে চাকুরী দিয়েছে! আপনি সেই দায়িত্ব পালন করছেন?

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার তা জানার দরকার কিতা

২| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩

কাঁউটাল বলেছেন: "ছাগল খায় আম" জ্ঞান দিতে আইছে।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও আম খাইয়াম :D

৩| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.