নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভাল্লাগে না কোনো কিছু=

১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৩


ভাল্লেগা না কোনো কিছু
মন বসে না কাজে,
কোন সে দুঃখ জমা হলো
বুকের ভাঁজে ভাঁজে।

ভাল্লাগে না আজকে আমার
মন যে উদাস হলো,
দু'চোখ আমার নীল বেদনায়
জলে টলোমলো।

বৃষ্টি এলো বৃষ্টি গেলো,
আনমনা হই আরও,
মন জমিনে কোন সে বিষাদ
হয়ে আছে গাঢ়।

পাই না খুঁজে দুঃখগুলো,
পাই না খুঁজে কষ্ট;
কোন সে কারণ কোন সে দুঃখ
মন করলো এই নষ্ট।

ভাল্লাগে না ভাল্লাগে না
ভাল্লাগে না বসে,
ভাল্লাগে না শুয়ে থেকে
কষ্টের অঙ্ক কষে!

সকাল আমার ভাল্লাগে না
আলসে দেহ পুরো,
দুপুরও যে ভাল্লাগে না;
বিকেল হলো শুরু।

বিকেল বেলা ভাল্লাগে না
সন্ধ্যা আসছে তেড়ে
কোন সে ব্যথা হঠাৎ এসে
শান্তি নিলো কেড়ে।

ভাল্লাগে না রাতের বেলা
সুখগুলো যায় উড়ে,
স্বস্তি কোথায় আছে জানি
কোথায় বসে দূরে।
@কাজী ফাতেমা ছবি
১৫/০৭/২০২০

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার ছন্দ হয়েছে।

১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

২| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:০১

শায়মা বলেছেন: হায় হায় কিচছু ভাল্লাগে না তাই কি হয়!!!!!

১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মাঝে মাঝে কিছু্ই ভাল্লাগে না।

কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না কেন হুহ

৩| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: আসলেই ভাল্লাগে না। আপুরা পোস্ট দেয় না কেন ? :(

১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শায়মা আপু ব্যস্ত মনে হয়। বড় পোস্ট পাচ্ছিই না। আপুরা সবাই চুপচাপ

থ্যাংকস ভাইয়া

৪| ১৬ ই জুলাই, ২০২৫ ভোর ৪:০৩

এইচ এন নার্গিস বলেছেন: ছন্দে ছন্দে কবিতা

১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন অনেক অনেক

৫| ১৬ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৩

সেজুতি_শিপু বলেছেন: ভাল্লাগে না ভাল্লাগলো।

১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেজুতি আপু
ভালো থাকুন

৬| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪০

শ্রাবণ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.