![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ভাল্লেগা না কোনো কিছু
মন বসে না কাজে,
কোন সে দুঃখ জমা হলো
বুকের ভাঁজে ভাঁজে।
ভাল্লাগে না আজকে আমার
মন যে উদাস হলো,
দু'চোখ আমার নীল বেদনায়
জলে টলোমলো।
বৃষ্টি এলো বৃষ্টি গেলো,
আনমনা হই আরও,
মন জমিনে কোন সে বিষাদ
হয়ে আছে গাঢ়।
পাই না খুঁজে দুঃখগুলো,
পাই না খুঁজে কষ্ট;
কোন সে কারণ কোন সে দুঃখ
মন করলো এই নষ্ট।
ভাল্লাগে না ভাল্লাগে না
ভাল্লাগে না বসে,
ভাল্লাগে না শুয়ে থেকে
কষ্টের অঙ্ক কষে!
সকাল আমার ভাল্লাগে না
আলসে দেহ পুরো,
দুপুরও যে ভাল্লাগে না;
বিকেল হলো শুরু।
বিকেল বেলা ভাল্লাগে না
সন্ধ্যা আসছে তেড়ে
কোন সে ব্যথা হঠাৎ এসে
শান্তি নিলো কেড়ে।
ভাল্লাগে না রাতের বেলা
সুখগুলো যায় উড়ে,
স্বস্তি কোথায় আছে জানি
কোথায় বসে দূরে।
@কাজী ফাতেমা ছবি
১৫/০৭/২০২০
২| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:০১
শায়মা বলেছেন: হায় হায় কিচছু ভাল্লাগে না তাই কি হয়!!!!!
৩| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ১০:০৪
ঢাবিয়ান বলেছেন: আসলেই ভাল্লাগে না। আপুরা পোস্ট দেয় না কেন ?
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার ছন্দ হয়েছে।