নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চলো কোথাও নিয়ে যাই তোমাকে=

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩


এখানে একঘেঁয়েমী বেড়ে গেছে, তুমিও হয়ে গেলে পাথর
মনের প্রেম মরে গেছে, বুকে নেই ভালোবাসার ঢেউ,
এখানে নিরিবিলি পরিবেশ নেই,
গিঞ্জি শহরের বুকে বাস করছি সুখের হাপিত্যেশ বুকে নিয়ে।

চলো অন্য কোথাও নিয়ে যাই তোমাকে
তোমার মন পরিবর্তন হউক
বুকের জমিতে বসুক কলকাকলী প্রেম মেলা;
যেখানে নির্জন, নিরিবিলি চলো সেখানেই যাই।

যেখানে ব্যস্ততা নেই অল্প,
পেরেশানি নেই, নেই কোনো নিয়ম নীতি
ফুরফুরে হাওয়া যেখানে
যেখানে রঙিন প্রজাপতিরা উড়ে বেড়ায় স্বাধীন
সেখানে চলো থেকে আসি কিছু দিন।

মনের দুর্দিন কেটে যাবে
কেটে যাবে ভবিষ্যত ভাবনা,
যেখানে ফুলেরা ফুটে থাকে আপন মনে
হাওয়া উড়ে দমকা, যেখানে সবুজের আস্ফালন
চলো সেখানে যাই, পা রাখি সবুজের বুকে।

পিছুটানের সুতো একদিন কেটে দিই
অনেক তো ব্যস্ত থেকেছি,
সংসার- রান্নাবান্না, বাজার হাট খেলা
কিছুদিন চলুক অন্য নিয়মে,
আমাদের নিয়ম হাতে তুলে নিই একদিন।

মন মরে গেছে বন্ধু, মনের রঙ বিবর্ণ
রঙ কী ফিরিয়ে আনতে চাও?
চলো নিয়ে যাই তোমাকে অন্য কোথাও
যেখানে গেলে থাকবে না সাংসারিক চিন্তা,
সুখের নিঃশ্বাস ছেড়ে চলো কিছুদিন বাঁচি।
============================
©কাজী ফাতেমা ছবি
২৪-১১-২০২৪

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯

অরণি বলেছেন: সুন্দর কবিতা আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.