নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মুঠোফোনে তোলা কিছু ছবি=

২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫

১।

=কত রঙের গোলাপ=
কত রকম গোলাপের বাস এখানে
সাদা, গোলাপী, অথবা নীল;
কিছু গোলাপের আছে সুঘ্রাণ;
কিছু গোলাপের ঘ্রাণ অল্প, কিছু গোলাপ বর্ণিল।

২।=বসন্ত ছুঁয়ে যায় আমায়=
মন জানলা খুলেছি এবেলা
ফাগুন হাওয়ায় আহা নেচে উঠল মন,
গাছে গাছে ফুল, রঙে রঙিন শহর নগর
বসন্ত এলো ঐ,
দেখে যাও কাঞ্চন ফুলে মধু পোকা বাজায় সুখ গুঞ্জরন।

মনের দখল নিল রঙিলা ফাগুন
মন যে সুখে দিশেহারা,
রঙ বসন্ত বসলো ঐ কাঞ্চন ফুলে,
শুনে যাও ফাগুনের গান,
দেখে যাও, বদলে গেছে ঋতুর চেহারা।


৩। =তুমি সাপ নাকি?
কথায় কথায় ফণা তুলো
এই তুমি সাপ নাকি?
এমন রাঙ্গালে চোখ
চোখে কী করে প্রেমের আবেগে চোখ রাখি?

এই তুমি ঠোঁটে কেন কাঁটা তুলে রাখো;
তুমি কী খেঁজুর বৃক্ষ?
কথার পিঠে কথা বললেই বলো তর্ক!
কথার মারপ্যাঁচে ঠকাও আমায়
তুমি লোক তর্কে বড় দক্ষ।


৪। =কী ফুল নেবে উপহার?
গোলাপ দেব?
নাকি জবা ফুল দেব আজ,
মন বাগানে ফুটেছে ফুল অজস্র;
কোন ফুলে মন হবে প্রেমে আক্রান্ত?
জবাই নাও, ঠোঁটে তুলো ভালোবাসির আওয়াজ।



৫। =গোলাপের পাপড়িতে ছুঁয়ে দিলে মনে প্রেম আসে=
মন উঠোনের কোণে মায়াবি এক গোলাপ ফুটেছে;
শিশিরের স্পর্শে সে হয়ে আছে প্রাণবন্ত;
আলতো ছুঁয়ে দিলেই মন ফুঁড়ে উঠে প্রেম;
প্রেম চাই এবেলা, লাগবে না হিরে হেম।
নাও তোমায় দিলাম গোলাপ-রেখো বুক পকেটে তুলে;
ভালোবাসি বলে দিয়ো বিগত মান অভিমান ভুলে।


৬। =চাই ঘাসফুলের নাকফুল=
ঘাসের পাটিতে পা রেখে;
হেঁটে হেঁটে কুড়িয়ে নেব ঘাসফুল;
ঘাসফুল তুই নাকফুল হয়ে যাস;
করিস নে ভুল।

আমি আমাকেই দেব উপহার,
মনদানিতে রাখবো এক গুচ্ছ ঘাসফুল
আবেগের জল ছিটিয়ে
সময়টা করে তুলবো সুখে অতুল।


৭। =মনের কোণে রুয়ে দিয়ো বাগানবিলাস=
এক বারোমাসি বাগান বিলাস দিয়ো আমায়
মনের কিনারে লেগে থাকুক মেজেন্ডা আভা;
কী ফুরফুরে অনুভূতি আহা;
বাগান বিলাসে চোখ রাখলেই সময় সুন্দর মনোলোভা।


৮। =আমায় নিয়ে যাবে শাপলা ফুটা বিলে?
সময়টা বড্ড অগুছালো
মনও নয় ফুরফুরে
এই শাপলা বিলে নিয়ে যাবে?
আসবে আমায় নিয়ে ঘুরে?

যেখানে লাল শাপলারা ফুটে থাকে জলে
সেখানে আমায় নিয়ে যেয়ো,
ঝিলপাড়ের ঘাসে বসে দেখবো ফুটন্ত শাপলা,
একটাদিন অন্তত মন করে দিয়ো সুখী প্রিয়।


৯। =বাড়ির দক্ষিণে খুড়ে দিয়ো ছোট পুকুর=
আমি শাপলা বুনবো প্রিয়
একটা পুকুর দিয়ো খোঁড়ে
বাড়ির ঠিক দক্ষিণে;
আমি ফুটা শাপলায় চোখ রাখবো রোজ ভোরে।

শাপলাদের পাতায় ছোট ব্যাঙ বসলে
কখনো বসবে মাছরাঙা পাখি;
এমন মনোহর দৃশ্য দেখতে চাই প্রিয়;
অনুরোধ রেখো
সুন্দর উপভোগ করতে চাই-আয়ূ যতদিন বাকি।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনের দখল নিল রঙিলা ফাগুন
মন যে সুখে দিশেহারা,

.....................................................
সুন্দর ফুল, মন ভোলানো কথামালা
বর্তমানে আমাদের চলমান এই জীবনে
আশা করতে পারে কজনা ???

২| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৩

এ পথের পথিক বলেছেন: আপনার ফটোগ্রাফি দেখে আমি বিস্মিত হয়ে যায়
ছবি গুলোর দিকে আমি এক পলকে চেয়ে থাকি ...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.