| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

শীত কুয়াশা ফুটো করে,
সূর্য যখন উঠে নীলে
দেয় ছড়িয়ে সোনা আলো,
দেখলে মনে শান্তি মিলে।
একটি সকাল ফের পেয়ে যাই
নিঃশ্বাস নিয়ে বাঁচি সুখে,
পাই প্রেরণা সূর্যের কাছে
আলোর শক্তি তুলি বুকে।
দেখবে নাকি আমার সাথে
রোজ বিহানে সূর্য উদয়?
জেগে উঠো হিম সকালে,
ডাকছি তোমায় ও মহোদয়।
হিমেল হাওয়ায় হাঁটবো দুজন
সকাল নেব করে আপন,
একটু না হয়, ঠান্ডা লাগে
হাওয়ার স্পর্শে দেহে কাঁপন।
সূর্য যখন দেবে দেখা
হিম পালাবে দূর অজানায়
আমরা দুজন এক সকালে
উঠবো বন্ধু হাওয়ার ডানায়।
সকাল হল সুখ ছড়ানো
হলুদ আলোর সুখ বিছানা,
সে বিছানায় বসতে শুনো
থাকে না যে কারো মানা।
চলো দেখি সূর্য উদয়
হলুদ আলোয় যাই ভেসে যাই,
একটি সকাল সুখ প্রেরণা,
পাশে আমার তোমাকে চাই।
=================
©কাজী ফাতেমা ছবি
১০/১২/২০২৪
২|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১২
জ্যাক স্মিথ বলেছেন: লাস্ট কবে সূর্য উদয় দেখেছি মনে করতে পারবো না, আমি আসলে রাতের মানুষ তবে এখন থেকে প্রতি সাপ্তাহে অন্তত ১ দিন সূর্যদয় দেখার ইচ্ছে আছে।
কবিতা ভালো হয়েছে।
৩|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ ভালো লাগলো বোন
৪|
১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:০১
বাজ ৩ বলেছেন: চমৎকার হয়েছে কবিতাটা
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩০
সূচরিতা সেন বলেছেন: লিখার গাথুনি অন্যবদ্য।