| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ইচ্ছে করে গড়ে তুলি
হাঁস মুরগির এক খামার,
শ' কবুতর পালার ইচ্ছে
বুকের ভেতর আমার।
ইচ্ছে করে পুকুর জলে
ছাড়ি মাছের পোনা
জল পুকুরে সাঁতার কাটি
হয় যে স্বপ্ন বোনা।
ইচ্ছে করে বিড়াল রাখি
বাইরে রাখি কুকুর,
শালিক ময়না রাখি ইচ্ছে
বুকে ইচ্ছের অঙ্কুর।
গরু থাকবে, ছাগল থাকবে
থাকবে কোয়েল পাখি,
ময়না যাবে আমায় নিত্য
মধুর সুরে ডাকি।
শাক সব্জিতে থাকবে ভরা
আমার সবুজ বাড়ি,
পুকুরের মাছ দিয়ে ইচ্ছে
চুলায় বসাই হাঁড়ি
ক্ষেতের সব্জি রান্না হবে
মজা ঝোলে ঝালে
রোজ দুপুরে কুহু কুহু
ডাকবে পাখি ডালে।
গাঁয়ের বাড়ি ইচ্ছে করে
গাছের ছায়ায় বসে
নিরিবিলি যাই জীবনের
সুখের অঙ্ক কষে।
================
©কাজী ফাতেমা ছবি
১২/০১/২৬
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: না, ময়না আমাকে ডাকবে মধুর সুরে �
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
২|
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১০
সামিয়া বলেছেন: খুব সুন্দর সুন্দর ইচ্ছে সব
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
৩|
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৩
মেহবুবা বলেছেন: আবোল তাবোল কেন বলছেন শিরোনাম এ? আমারও এমন ইচ্ছে করে। বাঁধানো ঘাট থাকবে পুকুরে, সিড়ি নেমে গেছে অনেকটা পানিতে --ইচ্ছে করে।
৪|
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিরিবিলি যাই জীবনের
সুখের অঙ্ক কষে।
...............................................
এই সুখটাই তো হতে দিবেনা
পাগলা ট্রাম্প !
বড় ধরনের বিশ্বযুদ্ধ বাধায়ে দিবে ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৮
মায়াস্পর্শ বলেছেন: ময়না যাবে আমায় ''নিয়ে'' হবে মনে হয় ।
ভালো লেগেছে বেশ ।