| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তুমি মোহ ছিলে আমার, কী কারণে ভালোবেসে ফেলেছিলাম,
তোমার নামে মন করেছিলাম নিলাম,
মনের অস্ফুট নিনাদ শুনতে পাও নি, আমায় বাসো নি ভালো!
জ্বালাও নি বুক দেয়ালে আর-প্রেমের আলো।
বসন্ত এসেছিল, পাতা ঝরা বিবর্ণ বেলায় নয়,
বসন্ত এসেছিল বসন্তেই,
তোমার মনের সাথে আমার মনের-বেড়েছিল প্রণয়,
কী উচ্ছ্বাস মনে, আহা রঙবাহারী দিন আমার, স্বপ্নময় রাত
বসেছিলাম একাকী নির্জনে - করতে তোমার প্রেম খয়রাত।
মনে সাহস ছিল হয়ত কম,
ভালোবাসি বলতে পারিনি, ফুরিয়েছিল দম,
গোলাপ হাতে বলতে পারিনি ভালোবাসি,
রেখে দিয়ো মন-যতন আজন্ম, বলতে পারিনি মন খুলে
বাজে নি হৃদয় তারে আর প্রেম বাঁশি।
স্মৃতিতে এখনো সেই দিনগুলো
তুমি করে দিয়েছিলে আমায় এলোমেলো,
কত স্বপ্নে ঘেরা ছিল জীবন, উচ্ছল আমি মনে মনে ভালোবাসি,
ভাবলে হাসি পায় এবেল, কী যে ছেলে মানুষী ।
তুমি ভালোবাসা ফেললে- হৃদয় গহীনে অন্য কেউ,
আর আমার জীবনে ভেঙ্গেছিল মুহুর্মুহু - বিরহের ঢেউ,
জানতেও পারোনি অল্প,
ফুরিয়েছে আমার ভালোবাসার গল্প।
ভুলতে পারিনি আমার প্রথম প্রেম
যে প্রেম নিয়ে, মন নিয়ে খেলেছিলে গেম;
সে গেমে হেরেছি, হারোনি তুমি,
তুমি তোমার আমলে নাও নি কেন
আমার প্রেম পাগলামি?
=======================
©কাজী ফাতেমা ছবি
১৩/০১/২৫
২|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৪
জান্নাতুন নাঈম ইরা বলেছেন: তবু জানো, ভালোবাসা হারিয়ে যায় না সব,
সময়ের আড়ালে লুকায়, থাকে নীরব রব।
যে গল্প তুমি ভেঙেছ ভিন্ন কোনো পথে,
সেই গল্পই একদিন ফিরবে অন্য ব্যথাতে
ইতিঃ ইরা। ![]()
৩|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছুড়ু কালের পিরিত নাকি?
৪|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৫
আলামিন১০৪ বলেছেন: ষড়ঋতুর বসন্ত প্রতি বছর আসে কিন্তু ইহজীবনের বসন্ত কেবল একবার, আফসুস!
সাজ্জাদের আফসুস ...
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার প্রথম প্রেমঅ
যে প্রেম নিয়ে, মন নিয়ে খেলেছিলে গেম;
হেরেছি আমি, হারোনি তুমি,
তুমি আমলে নাও নি কেন,আমার প্রেম পাগলামি?
.............................................................................
না ! আজও ভূলিনি আমার সে গোপন প্রেম
অনেকের জীবনে ঘটে যায়
জীবনের অনন্ত অভিলাশ
যা অপ্রকাশিত বেদনা হয়ে থাকবে
আজীবন !!!