![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় আমি মানুষ এর বেশি এখনও অর্জন করা হয়ে ওঠেনি। যদিও মানুষ পরিচয়টাও অর্জন করা নয় জন্মসুত্রে পাওয়া
ওরা দরিদ্র, ওরা নোংরা, ওরা বেজায় বদ;
ওরা ছিন্নমূল, ওরা সাগরের নোংরা নদ।
ওরা বিশ্রী, ওরা ঘৃণিত, ওরা নিচু জাত;
ওরা বেহায়া,ওরা প্রতারক, ওদের
ভালোনা হাত।
আমি ধনী,তুমি ধন্য, মোরা বেশ ভালো;
মোরা অধিপতি, মোরা এ জগতের. আলো।
মোরা সুশ্রী, মোরা প্রশংসিত, মোরা ভীষণ উচুজাত;
মোরা দয়ালু, মোরা সুশীল, মোদের পরিষ্কার বেশ হাত।
ওরা কেউনা,মোরা সব,জনগণ এই সমাজের;
ওদের নেই দাম,মোরা সম্মান,মোরাবড় কাজের।
তবু তারা তারাই, আমি আমিই থাকিব?
যা কিছু ঘটিবে এ ধরাতে মুখ বুঝে তা দেখিব?
ওরা ক্ষুদার্ত,ওরা ক্লিষ্ট, ওদের নেই কোন সুবিধা;
ওরা মূর্খ, ওরা নির্বোধ, ওরা দারিদ্র্যের গন্ডিতে বাধা।
ওরা শোষিত, ওরা শাষিত,ওরা অত্যাচারিত;
ওরা শক্তিহীন, ওরা ভীরু,সমাজ সাহায্য করিতেও পারিত।
সমাজ আমার,সমাজ তোমার,তবু আমি তুমিই দায়ী;
তুমি বীর,আমি গাজী, হয়েছি তাদের পরাজয়ী।
©somewhere in net ltd.