নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দেখে কি লাভ,ভেতরের খবর যদি ভালো না হয়!

চিলেকোঠার বাসিন্দা

আমার পরিচয় আমি মানুষ এর বেশি এখনও অর্জন করা হয়ে ওঠেনি। যদিও মানুষ পরিচয়টাও অর্জন করা নয় জন্মসুত্রে পাওয়া

চিলেকোঠার বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি বিলাস

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬

গতকাল ফ্রি মিষ্টি খাইতে খাইতে শেষ। প্লাস পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পুর্বেই বোধহয় আমাকে ভর্তি হতে হবে ডায়াবেটিস হাসপাতালে......... আজ যে সাতাশ জনের রেজাল্ট পেয়েছি সবাই প্লাসধারী, কিছুক্ষণ আগে এটাও শিওর হলাম তাদের মধ্যে নয়জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ মিষ্টি খাওয়ানোর জন্য, যদিও সে সরাসরি মিয্টি খাওয়ায় নাই, তবে এটা শুধুই তার বদৌলতে সম্ভব হয়েছে......... বাই দ্যা ওয়ে আমি মিষ্টি খেতে ভালোবাসি......
সিলেটের এক ছোটবোনকে বললাম মিষ্টি কই?
আমারে কয় " সাদা গু খাইবা না কালা গু খাইবা"
আমি কইলাম গু খাওনের টাইম নাই....... মিষ্টিগুলা আগে খাইয়া লই..... পরে গু লইয়া চিন্তা করমুনে।
আমার এক ছোট ভাইও এবার প্লাস পেয়েছে, সন্ধ্যায় তার সাথে দেখা করলাম " সে বললো আফসোস ভাইয়া, আমি একবছর পইড়া প্লাস পাইলাম, আর আমার লগের অনেকে পরীক্ষার আগের রাতে পইড়া প্লাস পাইছে"
কথা কিন্তু সত্যি.... শিক্ষা ব্যাবস্থা কিন্তু ব্যাপকভাবে কলুষিত। ভবিষ্যতে এমনও হতে পারে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বাসায় গিয়ে গিয়ে প্রশ্ন দিয়ে আসবে আর বলবে, এরপরও লিখতে না পারলে উত্তর পত্রে সুন্দর করে লিখে দিয়ে আসবা "নুরুল ইসলাম নাহিদ"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.