নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দেখে কি লাভ,ভেতরের খবর যদি ভালো না হয়!

চিলেকোঠার বাসিন্দা

আমার পরিচয় আমি মানুষ এর বেশি এখনও অর্জন করা হয়ে ওঠেনি। যদিও মানুষ পরিচয়টাও অর্জন করা নয় জন্মসুত্রে পাওয়া

চিলেকোঠার বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

"হ্যাপি নি ইয়ার"

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

“দোস্ত চলে আয় আমাদের এইখানে, শ্যাম্পেন খোলা হবে, লাফালাফি হবে! চরম মজা!” এক ছেলেকে দেখলাম মোবাইলে উচ্চস্বরে এই কথাগুলো বলতে বলতে টয়োটা ফিল্ডার নামক গাড়ি থেকে নামছে।আমি প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফিরছি। স্টেশান এরিয়া, বিকেল সাড়ে চারটা বাজে। দুই বাচ্চাকে দেখলাম গভীর আনন্দে একবার কলায় কামড় দিচ্ছে আরেকবার পাউরুটিতে কামড় দিচ্ছে। একজন আরেকজনকে বলছে- “আইজ দিনডা বালোই গেছে, কি বুলিস্‌?”তাদের দিনটা আরেকটু ভালো করে দেয়ার জন্য চারটা চকলেট কিনে পেছন পেছন গেলাম- “এই পিচ্চিরা,তোমরা কেমন আছো?” বাচ্চা দু’টা বেশ ভ্যাবাচ্যাকা খাওয়া চেহারায় একজন আরেকজনের দিকে তাকাল। আমি যতই বলি- চকলেট দুইটা নাও, একজনও নিবে না! অবশেষে ছোটটা সাহস করে লাজুক হেসে চকলেট দুইটা নিলো। জানলাম রেললাইনের পাশের বস্তিতে থাকে ওরা, সকাল থেকে বিকাল পর্যন্ত কাগজ টোকায় তারপর সন্ধ্যায় সের দরে বিক্রি করে। স্বামীবাগ পর্যন্ত হেঁটে এসে আমি ওদের বললাম-“হ্যাপি নিউ ইয়ার!” অবাক ব্যাপার! অপেক্ষাকৃত বড়জন লাজুক গলায় বলল- “হেপি নি’য়ার!” আমি রাস্তা পার হয়ে গেলাম। ওরা দুইজন রাস্তার ওপাশ থেকে টাটা দিলো।আশ্চর্যের ঘটনা হল- আমি শ্যাম্পেন পার্টির গল্প বলা দামী মোবাইল হাতে নেয়া তরুণের মধ্যে কোন স্বপ্ন দেখিনি!বরং দিন আনে দিন খায়, রাজনৈতিক দলের ক্যাডারদের হয়ে ককটেল ছোড়ে, অভাব অনটনে শিক্ষার চিন্তা যাদের কাছে বিলাসী স্বপ্ন, সেই ছেড়া তালি দেয়া ময়লা সোয়েটার পরা বাচ্চাগুলোরচোখে আমি আগামীদিনের অসাধারণ বাংলাদেশটার স্বপ্ন দেখছি। যেবাংলাদেশের দুই দরিদ্র শিশু যারা সামান্য দুইটা চকলেট পেয়ে অসামান্য সুন্দর একটা হাসি দিতে পারে একেবারে বিনামূল্যে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

নুর ইসলাম রফিক বলেছেন: ভাল লাগলো বাস্তব কাহিনী।
ধন্যবাদ আপনাকে ওদের সাথে কিছুটা সময় ও আনন্দ ভাগ করার জন্য।

পথশিশু ছোট গল্প

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

নববর্ষের শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.