নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দেখে কি লাভ,ভেতরের খবর যদি ভালো না হয়!

চিলেকোঠার বাসিন্দা

আমার পরিচয় আমি মানুষ এর বেশি এখনও অর্জন করা হয়ে ওঠেনি। যদিও মানুষ পরিচয়টাও অর্জন করা নয় জন্মসুত্রে পাওয়া

চিলেকোঠার বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

নাড়ী থেকে নারীর দূরত্ব

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

আজ বিশ্ব নারী দিবস!
আমরা বাংগালীরা জাতি হিসেবে কেমন জানি, কোন দিবস এলে ঐ বিষয় নিয়ে ভাববার সময় হয়। বাকিটা সময় আমরা একেবারেই উদাসীন।
শহীদ দিবস এলে,শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে এতো এতো টাকার ফুল কিনি যে , প্রায় ফুল বিক্রেতাই শহীদ হয়ে যায়। বাকি দিন গুলোতে শহীদ মিনারে জুতো নিয়ে হাটি, কলার খোসা,বাদামের খোসা শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেই।
বিজয় দিবস এলেই আমাদের ভাবোদয় হয় একদিন আমরা এতো নিস্বার্থ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে ছিলাম। বাকি সময়গুলো ভাবি কেনো এই গরীব দেশের জন্য খামোখা প্রান দিতে গেলো বেকুব গুলো?
আজও বুঝি তার হের ফের হবেনা। মার্কেট, শপিং মলে প্রায়ই যে শব্দটা পুরুষরা খালাস দেবো সেটা হলো " লেডিস ফার্স্ট "।
শহুরে অথবা, মর্ডান কালচারের নারীদের কথা না হয় আজ বাদই দিলাম।
কিন্তু আজ কি আমরা ভাববো ?
" যৌতুকের যুপকাষ্ঠে পুড়ে মরা রহিমার কথা,
অভাবের কারনে না খেতে পেয়ে পুষ্টিহীনতায় ভোগা সালেহার কথা,
টাকার অভাবে পঞম শ্রেনীতে পড়ালেখা বন্ধ করে বাল্যবিবাহ নামক দস্যুর হাতে তুলে দেয়া রাবেয়ার কথা "?
জানি ভাববোনা রাবেয়া সালেহাদের নিয়ে ভাববার সময় আমাদের নেই। আমরা ভাবি প্রিন্সেস, এ্যাঞ্জেল নিয়ে।
আজ নারী দিবস হিসেবে একজন মানবেতর চিকিৎসকের মনোভাবটা কি দেখুন.......
"গত তিন বছর থেকে আল্ট্রাসনোগ্রাফী করি।
ভালো মন্দ অনেক কিছুর সাথেই সখ্যতা গড়ে তুলতে হয়েছিল।
পুরুষ ডাক্তার এর কাছে প্রেগনেন্সীর আল্ট্রা আসা মানেই বুঝতে হবে
"ডাল মে কুছ কালা হ্যায়। "
অনেক মহিলা সনোলজিস্ট থাকার পরেওকিছু রোগী আমার কাছে কেন আসতো সেইটা আমি অনেক পরে বুঝেছি।
সেটা আর কিছুনা সেক্স জাস্টিফাই করা।আমার পরিষ্কার মনে আছে, একটা রোগী আমাকে রীতিমত হুমকি দিয়েছিল সেক্স বলতে না পারলে আমার খবর করে দেবে।
এভাবেই চলছে। আমি লজ্জা আর ঘৃণায় মাঝে মাঝে মেশিন নষ্ট বলে ছেলে মেয়ে না বলে টাকা ফেরত দিতাম।
আমাকে গালি, আর মেশিন এর চৌদ্দ গুষ্টির তুলাধুনা করে তারা বাড়ী যেতেন।
প্রথম দুইটা মেয়ে হওয়া মহিলাকে তৃতীয় মেয়ে হবার সংবাদ দেয়াটা ছিল সবসময় ভয়াবহ।
যে কোনকারনেই হোক কারো তিন মেয়ে থাকলে আমার ভীষন মজা লাগে।আমি বলি, যাহ, আমি দুই মেয়ের পরে তৃতীয় মেয়ে দেখলেই বলতাম, ভালোতো,পদ্মা, মেঘনা, যমুনা সব এখন আপনাদের ঘরে,কি মজা!!
আমার কথা শেষ হতে না হতেই উনারা রাগতস্বরে বলতেন,আমরা কষ্টে বাঁচিনা, আর উনি ঢং দেখাইতেছেন ।
প্রেগনেন্ট মহিলাকে স্বামী কিম্বা শ্বাশুড়ী /ননদ ঝাড়ি দিতেও দেখেছি।এটা অনেক পরে বুঝেছি, তাই আমিও সেক্স বলা নিয়ে অনেক সতর্ক হয়ে গেছি। আর সেক্স বলা যে খুব সহজ তা কিন্ত নয়।
ভুল হবার চান্স থাকে ১০০০ : ১।
বোঝা না যাওয়ার সম্ভাবনা ১০০: ১।
বিশ্বের অনেক দেশেই আল্ট্রাসনোগ্রাফি রুম এর সামনে একটানোটিশ ঝুলায়,
" সেক্স ডিটারমিনেশান ইস স্ট্রক্টলী প্রোহিবিটেড "।
এটা গভর্নমেন্ট রুল!
আমি ও স্বপ্ন দেখি আমাদের দেশেও এই আইনচালু হবে,
ভ্রুণ হত্যার মত বাজে কাজ বন্ধ হবে!নারী দিবসে এই হোক আমাদের অঙ্গীকার!
সকল নারীর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।আমার কাছে এই দিন উদযাপন এর তেমনকোন যৌক্তিকতা নেই।
আলাদা করে দিবস না করে,সম্মান প্রদান প্রতিদিনের হোক, এটাই চাওয়া।"
আমার (পথিকের) প্রত্যক্ষ দেখা অনেক কন্যাশিশুর ভ্রুন আমি দেখেছি ময়লার ডাস্টবিনে কুকুরের ভোজ হতে,নর্দমার জলে ঢেউয়ের তালে দোল খেতে ........
যে দেশের প্রকৃত নারী সমাজ আজও নিষ্পেষিত, সে সমাজের ভবিষ্যৎ বানী ব্যার্থ।
নজরুলের সেই দুলাইন আজও আহাজারি করে ছুটছে দ্বারে দ্বারে .........
"পৃথিবীর যাকিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।"
পথিকের দুলাইনঃ
" তোরা করিসনে ভেদ নর নারীর মাঝে,
রুপে লক্ষ্য না করিয়া, লক্ষ্য কর কাজে।
সেই মানবেতর চিকিৎসকের নাম: মৃণাল সাহা

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

চিলেকোঠার বাসিন্দা বলেছেন: চিলেকোঠার বাসিন্দা বলেছেন: ধন্যবাদ , বিজন রয় ভাই :)

২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

কালনী নদী বলেছেন: "পৃথিবীর যাকিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।"

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

চিলেকোঠার বাসিন্দা বলেছেন: "পৃথিবীর যাকিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

নরের অর্ধেক কল্যাণকরের অংশটা দিন দিন কমে আসছে. ক্ষেত্রগুলো বিলীন হয়ে যাচ্ছে

৩| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সোজোন বাদিয়া বলেছেন: লিখেছেন, বিশ্বের অনেক দেশেই আল্ট্রাসনোগ্রাফি রুম এর সামনে একটানোটিশ ঝুলায়,
" সেক্স ডিটারমিনেশান ইস স্ট্রক্টলী প্রোহিবিটেড "।
এটা গভর্নমেন্ট রুল!
আমি ও স্বপ্ন দেখি আমাদের দেশেও এই আইনচালু হবে,

আপনার চিন্তার সাথে যোগ দিয়ে বলব, যে দেশে এমন আইন চালুর প্রয়োজন থেকে যায়, সে দেশেও কিন্তু নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয় নি। আমাদের স্বপ্ন দেখতে হবে সেই সমাজের যে সমাজে অমন আইন প্রয়োজনহীন। তার আগে পর্যন্ত আইন দিয়েই ঠেকা দিতে হবে, কী আর করা।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১০

চিলেকোঠার বাসিন্দা বলেছেন: ধন্যবাদ ভাই আমার চিন্তার উন্নয়ন করার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.