![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে,"আমরা যেমন বাঙ্গালী তার থেকেও বড় আমরা বাংলাদেশী"
বাঙ্গালী আর বাংলাদেশীদের মাঝে এখন অবহেলা অবঙ্গার ছাপ সুস্পষ্ট।কলকাত্তারা নিজেদের বাঙ্গালী বলে একছত্র দাবি করে।
উত্তম-সুচিত্রা বাঙ্গালী হলেও বাংলাদেশী নয়।তাঁরা ইন্ডিয়ান সংস্কৃতির তল্পিবাহক।আমাদের বয়কট করতে হবে তথাকথিত কলকাতা বাস্তবে পাশ্চাত্যের অন্ধ অনুকরনীয় সংস্কৃতি-চলচ্চিত্র।
আজকাল রাস্তাঘাটে পূজা-পার্বনে বিয়ের অনুষ্ঠান থেকে সর্বত্ত বাঁজে আওয়ারা,পাগলু থেকে প্রেম আমার।পিচ্ছি পোলাপাইন বুক ফুলিয়ে বলে আমি দেব আমি সোহম আমি জিত।আর বড় তথাকথিত বুদ্ধিজীবীরা বলে উত্তম কুমার আমাদের মহানায়ক,সৌমিত্র বাংলার সেরা অভিনেতা,সুচিত্রা জন্মভিটা আমাদের এখানে তথাপি সে আমাদের.....!!
হায়রে লেজুড়ে বাঙ্গালী
কোন জায়গায় দেখলাম না কাউকে বলতে আমি শাকিব খান কিংবা আমি আরেফীন শুভ কিংবা আমি অনন্ত জলিল।বুদ্ধিজীবীদের টকশোতে বলতে শুনলাম না রাজ্জাক নায়করাজ,শাবানার অভিনয় দহ্মতা কিংবা আনোয়ার হোসেন মুকুটহীন সম্রাট প্রভৃতি।
পুরনোদের কথা না হয় বাদই দিলাম আজকে আমরা নতুন প্রজন্ম কি শিখছি,কি বুঝতেসি?
অন্যান্য দেশের ফিল্ম দেখা ভাল বহিঃসংস্কৃতির সাথে পরিচয় হবে তাই বলে কেউ এটা বলবে যে
"ঢালিউডের সিনেমা মজা পাওয়ার জন্য দেখি অথবা কলকাতার সিনেমার কাছে ঢাকার সিনেমার পাত্তা নেই"
-এটা তো মানা যায় না
আমি একথা নিঃসন্দেহে বলতে পারি অভিনেতার গুনাবলীর দিক থেকে আমাদের শাকিব-শুভ যোজন যোজন এগিয়ে ওদের জিত-দেব থেকে!এইতো কয়দিন আগের কথা যখন কিনা প্রসেনজিত্ ঋতুপর্নারা ঢাকার সিনেমায় কাজ করার জন্য মুখিয়ে থাকত।আজ পরিস্থিতি পাল্টে গিয়েছে।আর এ পরিবর্তন করেছে ঐদেশের আপামর জনগন।
ঠিক এভাবেই আমাদেরও অভুথ্থান ঘটাতে হবে।
অপচয় তো অনেকভাবে করি,সপ্তাহে পন্চাশটা টাকা না হয় বাংলাদেশী সিনেমার জন্য খরচ করে ফেললাম।
আর একটা কথা আমাদের মাথার নিউরনে ঢুকাতে হবে জিত-দেব-সোহম বাঙ্গালী হলেও আমাদের নয়।যতটাই হাসির পাত্র হোক শাকিব-শুভ-জলিলই আমাদের।ওদের নিয়েই এগিয়ে যেতে হবে আমাদের সামনে.....!
আমরা রবীন্দ্রনাথ নই,নজরুলের ভক্ত।তাই বলি
"যে আমারে পাত্তা দেয় না আমি তার দিকে ফিরেও চাই না"
©somewhere in net ltd.