নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরা নাম চোকার্স

আমি একজন বাংলাদেশী সংস্কৃতির ভক্ত তবে বাঙ্গালী সংস্কৃতির নয়

মেরা নাম চোকার্স › বিস্তারিত পোস্টঃ

বদলে যাওয়ার রীতি.....!!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

মানুষ মরে গেলে পঁচে যায়বেঁচে থাকলে বদলায়কারনে অকারনে বদলায়

বদলে যাওয়াটা প্রকৃতিরই নিয়মআগের আমি আর এখনের আমির মাঝে অনেক তফাত্মাঝে মাঝে তো গোলকধাঁধায় পড়িনিজেক চিনতে বড় অবাক লাগে!মাঝে মাঝে কষ্টও হয়

একসময় মরীচিকাকে ভয় পেতাম স্মৃতিভ্রমের কারনে আজ সেই মরীচিকার পিছনে ছুটি অবাধে রাত দিন এক করে

কাছের মানুষগুলোও পাল্টে গেছে নিজেদের মত করে

একসময়ের কম বুঝনেওয়ালা লোকটিও আজ সবজান্তা বুঝনেওয়ালা হয়ে গেছে

এক সময়ে মজায় রাখা বন্ধুটিও আজ বেশ মুডি হয়ে গেছে

একসময়ের সাধারন ফরমাল ব্যাক্তিও যথেষ্ট ক্যাজুয়াল ফ্যাশনাবল হয়ে গেছে

একসময় যে একটা কথা গুছিয়ে বলতে দশটা ভুল করত আজ তার কথা শুনে যথেষ্ট অবাক হইবড় বড় লেখক সাহিত্যিকই হার মেনে যাবে তার কথার মাধুরীতে

এক সময়ের পিছন লাগনেওয়ালা বন্ধুটি আজকাল কাঁধে হাত রেখে চলাচল করে

আর আগে যে কাধে হাত রেখে চলত সে আজ গহীন অরন্যে পথভুলা পথিক হলেও আমার হাতেই ধরে নাবিশ্বাসের অভাব

যাকে একসময় ভেবে ভেবে রাস্তার পথ চলেছি,হাটতে গিয়ে উষ্ঠা খেয়েছি,রাতের ঘুম হারাম করেছি আজ তাকে ভুলেও মনে পড়ে না

যার দুচোখে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছি আজ তার দুচোখে অন্য কারও বসবাস

যে এক সময় আমার পথে কাঁটা বিছিয়ে রাখত আজ সে ফুলের মালা আমার গলায় বাঁধে

আমিও কি কম বদলেছি!

একসময়ের ঘাড়তেড়া দুষ্টের শিরোমনি বদমেজাজী অকাজের রাজা আমি,

আজ যথেষ্ট ভদ্র

রাস্তা দিয়ে হাটতে হাটতে যে আমি অহরহ ঝগড়া বাঁধাতাম আজ সে আমি ঝগড়ার আভাস পেলেই দূরে পালিয়ে যাই

যে আমি প্রতিশোধের নেশায় উন্মাদ ছিলাম সে আমি শোধের ধারে কাছেও যাই না

যে আমি ভালবাসার দুশমন ছিলাম সে আমি ভালবাসার জন্য হাহাকার করিপথে পথে ঘুরি

কারও এক মুঠো ভালবাসা পাওয়ার আশায়

বিস্ময়কর!



একসময় ফাইভ ইডিয়টস ছিলামপরে ফোর হলাম তারপর থ্রি হয়েছি

এখন টু আছি

হয়তো একদিন ওয়ান ইডিয়টস হবতারপর হয়ত ইডিয়টস পদবীটা উড়ে যাবে

আর জেন্টেলম্যান হয়ে যাব



বদলে যাবমরে যাবতারপর পচে যাব আর মাটির সাথে মিশে যাব

তবে মিস করব সত্যিকারের পৃথিবীটাক

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

মেরা নাম চোকার্স বলেছেন: আমার মত.

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

মেরা নাম চোকার্স বলেছেন: বদলে যাওয়ায় পৃথিবীর নিয়ম

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

মেরা নাম চোকার্স বলেছেন: সুপারটাইপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.