![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাসিরনগরের বাদামওয়ালা, আমিও..
আমার জনপদের (ব্রাক্ষ্মণবাড়ীয়া'র নাসিরনগর) এমপি সাহেব ৬ বার নির্বাচিত, এবার মন্ত্রী হয়েছেন। বেঁচে থাকলে আগামীবারও এমপি হবেন, গোপালগন্জের আশীর্বাদে, নাসিরনগরের মেরুদন্ডহীন জনতার ভোটে। উনার কাছে চাকুরী বা কোন সাহায্যের জন্যে কখনো কেউ গেলে 'দুর দুর' করে তাড়িয়ে দেন।
ঢাকা শহরের ৯৯% বাদামওয়ালারাই নাসিরনগরের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিচ্ছবি।
গায়ে বিরোধী দলের সীল লাগানো আমার জনপদের আরেক শিল্পপতি নেতা, ভালো মানুষ, সব সময়ই মানুষের উপকার করেছেন, করে যাচ্ছেন। তিনি জনতার যে উপকার করেছেন, মন্ত্রী মহোদয় আরো ৬০ বার মন্ত্রী হলেও তাঁর ধারে কাছেও যেতে পারবেননা।
বীর জনতা মন্ত্রী মহোদয়ের কাছে সব সময় অপমানিত হলেও নির্বাচন এলে নিজের পকেটের পয়সায় পান চিবিয়ে চিবিয়ে ভোটটা মন্ত্রীকেই দিয়ে আসেন, উপকারী ঐ শিল্পপতি নেতাকে বা অন্য কোন যোগ্য প্রার্থীকে নয়।
আমাদের জনতা অপমানিত হয়ে আনন্দিত হয়, সম্মান বা প্রতিদান দিয়ে নয়। এর জন্যে কোন রাজনৈতিক নেতাকে দোষ দেয়া সমীচিন হবেনা।
শোষিত যদি মেরুদন্ড খুঁইয়ে ন্যুজ হয়েই থাকে,
ঘুরে দাঁড়াবার আহ্বান কি ওদের কানে পৌঁছাবে কোনদিন...?
চন্দ্রবাবা-৪৯/২২.০৬.২০১৬
©somewhere in net ltd.