![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১'র বীর মুক্তিযোদ্ধা, সীমান্তে সার্বভৌমত্বের অকুতভয় ও পরীক্ষিত রক্ষাকারী মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান (অব.)'র প্রতি নিবেদিত...
পরম শ্রদ্ধাভাজন জেনারেল,
বাংলাদেশ জন্মের বিরোধীতাকারী, খুনী, ধর্ষক ও লুটেরা রাজাকারদের কুলাঙ্গার প্রজন্ম আপনার বন্ধু তালিকায় ঘাপটি মেরে এতোদিন আপনার ধর্মীয় সহমর্মী হৃদয়ের চারপাশে আজদাঁহার মতো এক প্রকট বাঁশের কেল্লা তৈরী করে ঘিরে রেখেছিলো আপনাকে,
আপনারই অগোচরে,
আপনার কিন্চিৎ অসর্কতায়!
"রাজাকার প্রজন্ম কখনোই কোন মুক্তিযোদ্ধাকে সম্মান দেয়নি, দিতে পারেনা, দিবেও না" কথাটি আপনার একটি মাএ "রাজাকার সহমর্মী তুর্কী স্বৈরাচার এরদোগান"র বিরুদ্ধে দেয়া পোষ্টেই বিদ্যুৎ গতিতে এবং ভয়ানকভাবে প্রমাণিত হয়ে গেলো!
আপনি ওদের অপমানকর মন্তব্য আক্রমণে জর্জরিত হয়ে বার বার বিব্রত হয়ে ভুল উওর দিচ্ছিলেন।
যেমন; আপনি বলেছেন যে, আপনি ভারতের বিরুদ্ধে ৩ বার যুদ্ধ করেছেন এবং এর জন্যে বিএনপি জামাত জোট আপনাকে চাকুরীচ্যুত করেছে।
না স্যার।
আপনি ভারতের বিরুদ্ধে নয়, বাংলাদেশের সম্মান ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্যে যুদ্ধ করেছেন।
ভারত তখন একটি আক্রমণকারী প্রতিপক্ষ ছিলো মাএ।
সীমান্তে যদি তখন তুরষ্ক বা সৌদি আরবও হতো, আমি বিশ্বাস করি, আপনি একই কাজ করতেন।
আপনি একজন নীরেট দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হওয়াতে তখন আপনার হৃদয়ের প্রতিধ্বনির সুযোগটা লুফে নিয়েছে বিএনপি রাজাকার জোট এবং ভারতের তৎকালীণ সরকারকে দেখিয়েছে যে, "দেখো হে ভারত, '৭১ এ যাদেরকে তোমরা আশ্রয় অস্ত্র প্রশিক্ষণ রসদ দিয়েছিলে, এরা আজ আমরা রাজাকারদের পক্ষ নিয়ে তোমাদের বুকেই গুলি চালাচ্ছে, তোমাদের সেনাদেরকেই মারছে, যেমনটি তোমরা তাদেরকে দিয়েই গুলি চালিয়েছিলে আমাদের বুকে, পাকিস্তানী সেনাদের বুকে"!
বিএনপি রাজাকার জোটের অন্তর্নিহিত উদ্দেশ্যের মতো রাজনীতিও বিবেক বর্জিত।
এদের কাছে,
এদের প্রজন্মের কাছে;
এদেশটা এখনো পরাধীন পাকিস্তানই রয়ে গেছে,
স্বাধীন কোন দেশ বা বাংলাদেশ নয়!
বিচলিত হবেন না, স্যার।
আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম জেগে আছি অতন্ত্র প্রহরী হয়েই।
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে হুমকি এলেই ঝাঁপিয়ে পড়বো,
আরেকটি যুদ্ধে,
জয় বাংলা শ্লোগানে,
আপনাদের অনুপ্রেরণায়..
ভালো থাকুন, স্যার...
ভালো থাকুক বাংলাদেশ..
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
চন্দ্রবাবা-৬৮/২১.০৭.২০১৬
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ৩:০০
বিলুনী বলেছেন: দারুন লিখেছেন , রাজাকারের বুকে এনি হানো শেল, ভেঙ্গে ফেল তাদের দুর্গ
আলোর মশাল হাতে এগিয়ে চল দুর্বার গতিতে । কে আছ জোয়ান হও আগোয়ান
মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে গড়ে তোল সোনার বাংলাদেশ ।