নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে পরিবর্তন করুন জাতি পরিবর্তিত হবে - এম সিয়াম

এম সিয়াম

এম সিয়াম › বিস্তারিত পোস্টঃ

ইউরোপের বিষয়ে সচ্ছ ধারনা চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

আসছালামু আলাইকুম ভাই।

লেখাটা মূলত তাদের উদ্দেশ্য করা লেখা যারা ইউরোপ সম্পর্কে সচ্ছ ধারনার অধিকারি। ভাই আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশে অর্নাস দ্বিতীয় বর্ষে অধ্যায়ন আছি।

- আমি ইউরোপে পড়তে যেতে আগ্রহী। যদিও গরীব পরিবারের সন্তান। তাই বলতে পারেন বড় হওয়ার স্বপ্ন একটু বেশীই।
.
আমার কিছু তথ্যের প্রয়োজন ছিল। যদি হেল্প করতে খুব ভাল হত।

১. বছরে ১৫০০০০ থেকে ২০০০০০ টাকা টিউশন ফি হবে এমন কোন দেশ আছে কি ইউরোপিয় ইউনিয়ন ভুক্ত ?

২. ভিসা হওয়ার পড় ব্যাংক স্টেটমেন্ট তুলে নেওয়া যায়?

৩. এবং পার্টটাইম জব করে লিবিং খরচটা ক্যারি করা যাবে। অর্থাত্‍ প্রয়োজনে ২ থেকে ৩ বছরের টিউশন ফি পেইড করে যাব।

ধন্যবাদ সবাইকে

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

বিদ্যুৎ বলেছেন: আপনাকে যে কি বলে বুঝাব তা আমি বুঝে উঠতে পারছি না। আমি মোটামুটি ইতিবাচক মনের মানুষ তাই চেষ্টা করি নেতিবাচক বিষয় এড়িয়ে চলতে। তা সম্ভব না হলে হাজারও সমস্যার মধ্যে ইতিবাচক বিষয় খোঁজার চেষ্টা করি।
আপনার বড় হওয়ার স্বপ্নকে আমি সাধুবাদ জানায় কিন্তু ইউরোপে এসে পার্ট টাইম কাজ করে তাও আবার ১৫০০০০-২০০০০০ টাকায় বাৎসরিক খরচে পড়াশোনা করতে চান অন্তত পক্ষে এই স্বপ্ন দয়া করে ভুলে যান। তবে হ্যাঁ যদি অঢেল অর্থ থাকে তবে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন আর সেই ক্ষেত্রে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যেতে পারেন।
মন্তব্যটি দেখে আপনার খারাপ লাগতে পারে তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এটাই বাস্তবতা যা আমদের কল্পনাতীত। প্রার্থনা করি আপনার বড় হওয়ার স্বপ্ন যেন সত্যি হয়।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: ইন্টারনেটের যুগে এই সব ইনফো সব অনলাইনেই পাবেন।

কনফিডেন্সই হল আসল বল। আপনি যখন কনফিডেন্ট থাকবেন দেখবেন সব কিছুই হাতের নাগালে.....।

এভাবে ইনফো খুজে নিজের দুর্বলতা টাকে প্রকাশ করতে হবে না।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

বিদ্যুৎ বলেছেন: Greenwich University in London.
এখানে একটু দেখতে পারেন। মিডিয়াম মানের বিশ্ববিদ্যালয়। আশাকরি উপকৃত হবেন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

নীলসাধু বলেছেন: আমার কোন ধারনা নাই বলে দিতে পারলাম না।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

জার্মান প্রবাসে বলেছেন: এখানে দেখতে পারেন- Click This Link

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

এম সিয়াম বলেছেন: ধন্যবাদ ভাই । তবে আমি টিউশন ফিস পার্টটাইম জব করে দিতে চাইনি। পরিবার থেকে নিয়ে কম্পলিট করে নিতে চাই ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

নতুন বলেছেন: দুনিয়াতে অসম্ভব বইলা কিছু নাই। চেস্টা করলে অবশ্যই ভাল পথ খুজে পাবেন।

নং ১- কমেন্টের উত্তর দিওয়া শেখেন..<< কমেন্টের ডানে উপরের দিকে পাশে লাল ক্রস চিন্হের বায়ে সবুজ রংএর একটা বাকানো তির চিন্হ আছে...তাতে ক্লিক করে উত্তর দিন।

নং ২- যদি ভাল কলেজে আর ভাল রেজাল্ট করার ইচ্ছা থাকে তবে পাট`টাইম করে নিজের খরচ জুগিয়ে সব এক সাথে সম্ভব নাও হতে পারে।

তাই মাঝারী মানের খরচের কলেজে চেস্টা করুন... তবে ব্যালেন্স করতে পারবেন।

আপনার কি বিদেশে পড়াশুনা করে ঐখানে জব করার ইচ্ছা আছে নাকি পড়ার ভিসায় গিয়ে অড জবকরেই টাকা কামানোর ইচ্ছা সেটার উপরে নিভ`র করে পরিকল্পনা করতে হবে।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কলাবাগান১ বলেছেন: ইন্টারনেটের যুগে এই সব ইনফো সব অনলাইনেই পাবেন।
কনফিডেন্সই হল আসল বল। আপনি যখন কনফিডেন্ট থাকবেন দেখবেন সব কিছুই হাতের নাগালে.....।
এভাবে ইনফো খুজে নিজের দুর্বলতা টাকে প্রকাশ করতে হবে না।


সহমত!!!

আমি খুবই নিন্মমধ্যবিত্ত ঘরের ছেলে। কনফিডেন্ট ও সপ্ন আমাকে আজ থেকে ৩৩ বছর আগে আমেরিকা নিয়ে এসেছিল, এবং এখানে এসে অ্যাভিয়েশন ইনজিয়ারিং টেকনোলোজি বিদ্যায় পড়াশুনা করেছিলাম। ২৫ বছর ঊড়োজাহাজ প্রস্তত প্রনালী রক্ষানাবেক্ষন ও বযাবস্থাপনায় চাকুরী করেছি। এখন প্রায় অবসর জীবন যাপন করছি অ্যামেরিকায়।

আপনিও আপনার সপ্নকে বাস্তবায়িত করার জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নিন ও কঠিনভাবে প্রত্যয় করুন। কোন বাধাকেই বাধা মনে করবেন না এবং থেমে থাকবেন না। চেস্টা করতে থাকুন সাফল্য না আসা পরযন্ত। আমি আপনার সুভাগ্য কামনা করছি।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

এম সিয়াম বলেছেন: এ কে এম রেজাউল করিম ধন্যবাদ আপনাকে। যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিঙ্গাসা করি। আপনি কি সাতুরিয়ার সেই ইঞ্জিনিয়ার একে এম রেজাউল করিম ? যে আমার শ্রদ্দেয় শিক্ষক করিম স্যারের সন্তান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.