নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

পেডোফিল

২৯ শে মে, ২০১৫ রাত ৮:৩২

এটি একটিমাত্র ঘটনা। আমি নিশ্চিত, এমন ঘটনার সংখ্যা অসংখ্য। শুধু যে মেয়ে শিশুদের ক্ষেত্রে, তা-ই না। আছে ছেলে শিশুদের ক্ষেত্রেও। এই লেখার শেষের দিকে, আমি আমার নিজের জীবনের একটি ঘটনা বলব। তার আগে একটু কথা বলে নিতে চাই শিশুদের প্রতি এই ধরনের বিকৃত যৌন লালসা নিয়ে। শিশুদের প্রতি এই ধরনের যৌন লালসাকে বলা হয় 'পেডোফিলিয়া'। পূর্ন বয়স্ক ব্যাক্তিরা যখন শিশুদের উপর যৌন-ক্রিয়া করে, তখন তাকে পেডোফিলিয়া বলে, বা সংক্ষেপে "পেডোফিল" ও বলা হয়। এটা এক ধরনের যৌন বিকৃতি। এই সব ব্যাক্তিরা শিশুদের দেখে তীব্র যৌন-উত্তেজনা বোধ করে। মনস্তাত্বিক কারনেই এই ধরনের যৌন বিকৃতি সৃষ্টি হয়।যেমনঃ যৌনদূর্বলতা,নিরাপত্তাহীনতা,সামাজিক সম্পর্ক গড়ে তুলতে ব্যার্থতা এবং আগ্রাসন-মূলক (Agression) মনোভাবের প্রকাশ হিসাবেও ব্যাক্তি-বিশেষ এই ধরনের অবৈধ ও বিকৃত যৌনকর্মে অংশ গ্রহন করে থাকে। এই রোগ পুরুষদের মধ্যেই বেশী দেখা যায়। বিশেষ করে চল্লিশোর্ধ পুরুষদের মধ্যেই এদের সংখা বেশী। মেয়েদের মধ্যেও এই সমস্যা দেখা যায় , তবে খুব কম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.