নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

সিরিয়া

৩০ শে মে, ২০১৫ সকাল ১০:২৩

"সকল মুসলিম ভাই ভাই- বোনেদের কোন দাম নাই" তারপরেও মুসলিমদের এই ইসলামিক ব্রাদারহুড কিন্তু রোহিঙ্গা পুরুষদের কোন কাজে আসেনি, কাজে আসেনি বাংলাদেশী মুসলিমদের। একি জাহাজে থাকা রোহিঙ্গাদের দ্বারা অত্যাচারিত হয়েছে তাদের বাঙ্গালি মুসলিম ভাইয়েরা আবার রোহিংগা-বাঙ্গালি মুসলিম ভাইয়েরা আশ্রয় পায়নি মালেশিয়ান-ইন্দোনেশিয়ান ভাইদের কাছে, বোনদের কথা এখনো বাদ। কেউই যখন এগিয়ে আসল না তখন জাহাজ ভর্তি নারী পুরুষ নির্বিশেষে মুসলিম ভাইবোনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিধর্মী ফিলিপিন্স। তা শুনে কোন আলেমদার বুজুর্গ ব্যাক্তি হয়ত বলবে, এরকম তো হবার কথা না। নিশ্চই এটা ইহুদী নাসারাদের আরেক ষড়যন্ত্র। আর সে ষড়যন্ত্র ঠেকাতে এই আশ্রয় পাওয়া রোহিঙ্গারাই হয়ত " শরিয়া ফর ফিলিপিন্স " আন্দোলন শুরু করবে কোন এক সময়, মুসলমান বলে কথা।
এর সাথে আরেকটু যোগ না করলেই না, সিরিয়া না কোথাকার আল কায়দা যেন রোহিঙ্গাদের আশ্রয় দিতে চেয়েছিল আর আশ্রয় দিতে চাবার কারণ যে শুধু ইসলামিক ব্রাদারহুড না বরং পোটেনশিয়াল সুইসাইড বম্বারদের সংখ্যা বাড়ানো তা নিশ্চয়ই বলে দিতে হবে না। সুইসাইড বম্বার বা জিহাদি হবার জন্য আধুনিক শিক্ষা না পাওয়া কু-ইসলামিক শিক্ষায় শিক্ষিত একটি জনগোষ্ঠীর থেকে ভালো ক্যান্ডিডেট আর কারাই বা হতে পারে। বলাই বাহুল্য, রোহিঙ্গারা অমুসলিম হলে আল কায়দা সেই পিরিত দেখাতে যেত না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.