![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর পর তিনজন মুক্তচিন্তক খুন হয়ে যায় । সরকারের নির্বিকার ভুমিকা । পাঁচশ মসজিদ স্থাপনের উদ্যোগ গ্রহন । মাদ্রাসা মসজিদের পাশাপাশি বুয়েট এ জঙ্গিবাদের উত্থান । বাংলাদেশে আইসিসের দুই সদস্য গ্রেফতার । ফেসবুক টুইটারে প্রকাশ্যে আইসিস সমর্থকদের একাউন্ট । ধানমন্ডি থেকে মাইরুনা ফাহরিন আইসিসে যোগদানের উদ্দ্যেশ্যে তুরস্কের অভিমুখে যাত্রা । পহেলা বৈশাখের মত অসাম্প্রদায়িক অনুষ্ঠানকে সাম্প্রদায়িক করার জন্য উদ্দ্যেশ্যমুলক হামলা । প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরের নির্লিপ্ত ভুমিকা । এই বিষয়ে তদন্ত করায় ফারজানা রুপাকে স্বপরিবারে হত্যার হুমকি । পাল্টা আঘাতে ফের নারী নির্যাতন করে সরকারের পাল্টা আঘাত । অভিজিৎ বাবু অনন্তের হত্যাকাণ্ড সেন্সেটিভ ইস্যু বলে ঘোষণা । জাফর ইকবালকে বেঁধে পেটানো, সিলেট থেকে বের করা ,কল্লা নামানোর হুমকি । সাগরে ভাসছে শত শত বাঙ্গালী ,দালালের পাশাপাশি নিরীহ যাত্রীদের শাস্তির ব্যবস্থা গ্রহন । প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ! নারী ও শিশু নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণের রেকর্ড । ফের দশ জন সহ তসলিমা নাসরিন , অনন্য আজাদকে হত্যার হুমকি ।
এরপর বাংলাদেশের বুদ্ধিজিবী সৈয়দ শামসুল হক বলেন , ' বর্তমানে দেশে সুবাতাস বইছে, গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে ' । হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা যখন তুঙ্গে । বইমেলা যখন তার বই বিক্রী করে অর্ধেক আয় করে , সেই অবস্থায় তিনি মারা যাওয়ার পর শামসুল হক বলেছিলেন - হুমায়ুনের লেখা আমি পড়েছি , তার দুই একটা ছোট গল্প কালোর্ত্তীর্ণ হতে পারে । উনার কাছে গণতন্ত্রের সুবাতস চোখে পরতেই পারে । যা সবাই দেখে তিনি তা দেখেন না , যা কেউ দেখেন না তিনি তা চোখে দেখেন। তিনি আজ নাগরিক কমিটির সভায় বলেন, ‘আজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের প্রারম্ভে আবশ্যিকভাবে ‘দেশরত্ন’ শব্দটি ব্যবহার হবে। আমি সবার পক্ষ থেকে তাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করেছি।'
দেশরত্নেরা খুন হয় চাপাতির আঘাতে । আর কার উপাধি কোন বুদ্ধিজবীর মাধ্যমে কে পায় ! শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০২১ সালে স্বাধীনতার রজতজয়ন্তী পালন করবেন উহা উল্লাসে ক্ষুধা ও দারিদ্র মুক্তির মাধ্যমে । তিনি আরো বলেছেন , ''আমি শাসক হইতে আসিনি সেবক হইতে এসেছি ।'' আরো বলেছেন, '' উদয়ের পথে শুনি কার বানী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই ওরে ক্ষয় নাই । নিঃসন্দেহে দেশ এখন উন্নতির শিখরে আছে। সৌদি আরবও উন্নত দেশ । ২০২১ সালে দেশ আরো উন্নত হবে , সে পর্যন্ত একি উপায়ে যদি তিনি ক্ষমতায় থাকতে পারেন , দাঁড়ি টুপি ওয়ালা একপাল দেশদ্রোহী, ইসলামপন্থী জঙ্গি আর রাজাকার নিয়ে উনি স্বাধীনতার পঞ্চাশ বছর উৎযাপন করবেন , ইনশাল্লাহ । সে পর্যন্ত অপেক্ষা !
©somewhere in net ltd.