![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আল্লাহ সুবহানাতায়ালা পবিত্র কুরআনুল কারিমে সুরা ইয়াসিনের ৮২ আয়াতে এরশাদ করেন-
ﺇِﻧَّﻤَﺎ ﺃَﻣْﺮُﻩُ ﺇِﺫَﺍ ﺃَﺭَﺍﺩَ
ﺷَﻴْﺌًﺎ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ ﻟَﻪُ ﻛُﻦْ
ﻓَﻴَﻜُﻮﻥُ
তিনি যখন কোন
কিছু করতে ইচ্ছা
করেন, তখন তাকে
কেবল বলে দেন,
‘হও’ তখনই তা হয়ে
যায়।
আয়াতটি বিশ্লেষণ করলে এটিই প্রতীয়মান হয় যে ,কোনো কিছু করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাতায়ালার কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন হয়না কারন তিনি বললেই সব হয়ে যায়।তিনি কর্ম সম্পাদন করেন ইচ্ছাশক্তির মাধ্যমে ।
এমন মহা ক্ষমতাধর গুণময়ী আল্লাহর কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমরা কি দেখি !সৃষ্টি লগ্ন থেকে তিনি তার আশ্রয়স্থল 'আরশ' বহন করাচ্ছেন হাফ ডজন ফেরেস্তা দিয়ে ।তিনি ইচ্ছা করলেই তো তাঁর আরশ শূণ্যে ভেসে থাকে , ফেরেস্তাদের খাটায় মারার প্রয়োজন হয় ?
অনুরুপ ভাবে ,তিনি বিভিন্ন ফেরেস্তাদের দিয়ে নিজের বিভিন্ন কর্ম সেরে নেন ।তাঁর ইচ্ছাতে সব হলে কেন তিনি ফেরেস্তা বা সৃষ্টির মুখাপেক্ষী ?তিনি তো হও বললেই হয়ে যায় !মহান আল্লাহ তায়ালার কথার সাথে তাঁর কাজের বড়ই অমিল ।আসলে আল্লাহ সুবহানাতায়ালা খুব রশিক লোক ,সবাইকে কাজে ব্যস্ত রেখে আমাদের ব্যায়ামের প্রয়োজনীয়তা শেখাচ্ছে !
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
চলন বিল বলেছেন: নাসতিক নাকি