![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বর হলেই আমি কেমন ঘোরের মধ্যে চলে যাই।
স্বপ্নময় আলো আধারীতে তুমি বিমুর্ত হয়ে ওঠো।
তোমার ঠোটের নরম ছোয়া
মুহুর্তেই মায়ের হাতের জলপট্টি হয়ে ওঠে
ঘোরের মধ্যেই তুমি পরিপুর্ন ‘তুমি’ হয়ে ওঠো
তোমাকে তখন ‘মা মা’ বলে ডাকতে ইচ্ছে করে।
ঘোরের মধ্যেই কেবল তোমার অস্তিত্ব
অশরিরী থেকে শরিরী হয়ে ওঠে
তোমার উষ্ণ বুকের মাঝে আমি শীতল হই
তুমি হয়ে ওঠো ঠিক বাবার হাতের প্যারাসিটামল।
জ্বর হলেই তুমি বাবা হয়ে ওঠো।
তোমাকে ‘বাবা বাবা’ বলে ডাকতে ইচ্ছে করে।
জ্বর হলেই কারণে অকারনে
তোমার আদুরে হাতের ছোয়া পাই
তুমি হয়ে ওঠো ঠিক ভাইয়ের
হাতের কমলার কোয়া।
আমি অস্ফুটে ‘ভাইয়া’ বলে ডাকি।
জ্বর হলেই কেবল তুমি ভাইয়া হয়ে যাও।
জ্বর হলেই আমি ঘোরের মধ্যে চলি
ঘোরের মধ্যেই আমি তোমার ভালবাসার
স্বরূপ খুজে পাই-তুমি প্রেমিক থেকে
বাবা-মা-ভাইয়ে রূপান্তরিত হও।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
লেখোয়াড়. বলেছেন:
কবিতার বিষয়বস্তু একটা তুলে ধরেছেন ঠিকই। কিন্তু অনেক বানান ভুল আছে, সেগুলো ঠিক করে দিন দয়া করে।