নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২ › বিস্তারিত পোস্টঃ

এবার বিচার করবে দর্শকরা।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩



অবশেষে শেষ হল ইন্সট্রুমেন্টাল রাউন্ড। শুরু হচ্ছে ট্রাক রাউন্ড। এই রাউন্ড হতে দর্শকদের ভোট করার সুযোগ থাকবে। শীর্ষ ৩২ জন প্রতিযোগীদের নিয়ে এই রাউন্ড শুরু হবে। এরা হলেন- ঋতুরাজ, নোবেল, দেবু, লাভলু, সিথি, দিনা, লায়লা, কেয়া, লাবিবা, কৌশিক, রানা, নান্নু, টুটূল,আরিফ, দেবা,জয়, আল-আমিন, প্রিয়াঙ্কা, আয়েশা জাহান শান্তা, শহিদুল ইসলাম, কিং, বর্ণালি বিশ্বাস, নাজিয়া নুসরাত, জান্নাত, বাবু, সুজন, ভজন, সাগর, ফৌজিয়া, শেফালি প্রমুখ।

এদের কে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ৮ জন প্রতিযোগী থাকবেন। মোট ৪ টি পর্ব নিয়ে অনুষ্ঠিত হবে ট্রাক রাউন্ড।

দর্শকরা তাদের প্রিয় প্রতিযোগীকে এস এম এস করে ভোট দিতে পারবেন। এজন্য দর্শককে তার মোবাইল সেট এ মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে প্রতিযোগীদের কোড নাম এবং এস এম এস করতে পারবেন ১২৩৪ নাম্বারে। এছাড়াও ১২৩৪ এ ফোন করে ভোট দিতে পারেন। প্রবাসী বাঙালী ভোট দিতে পারবেন-

http://www.facebook.com/CloseUpBangladesh

প্রতিটি প্রতিযোগীকে এস এম এস করে ৫ বার, ফোন করে ৫ বার ভোট দেওয়া যাবে। প্রবাসী বাঙ্গালিরা তাদের পছন্দের প্রতিযোগীকে ফেসবুকে ৫ বার ভোট দিতে পারবেন। ভোটিং লাইন চালু হবে আগামী শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে। বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী শুক্রবার ৯টা ১৫ মিনিটে শুধুমাত্র এনটিভিতে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.