![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘লাবিবা নুসরাত’ এসেছেন কানাডা থেকে ক্লোজআপ ১ ২০১২ তে অংশগ্রহণ করতে। একটি একটি ধাপ পেরিয়ে তিনি এখন শেরা ৩০ এ।
ক্লোজ আপ ওয়ানঃ লাবিবা, কেমন আছেন?
লাবিবাঃ জী ভাল।
ক্লোজ আপ ওয়ানঃ গান শেখা হল কোথা থেকে?
লাবিবাঃ আমি কানাডায় থাকি। কিন্তু আমি বাংলাদেশ থেকে আমি গান শিখি। প্রথমে আমি গান শিখেছি রাজশাহীতে ওস্তাদ রবিউলের কাছ থেকে। এরপর আমি শিখি ওস্তাদ নারায়ণ চন্দ্র রায়ের কাছ থেকে। উনি খুলনা বেতারের সুরকার। এরপর আমি ঢাকায় আসে সুনীল দাস ও খালেদ হোসেনের কাছে নজরুল গীতি শিখি এবং ওস্তাদ আখতার সাদমানির কাছে আমার উচ্চাঙ্গ সংগীত শিখি। এখন কানাডায় ওস্তাদ আলিউজ্জামানের কাছ থেকে এখন তালিম নিচ্ছি।
ক্লোজ আপ ওয়ানঃ আগে কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন না এই প্রথম?
লাবিবাঃ এর আগে দেশে জাতীয় শিশু একাডেমীতে অংশ নিয়েছিলাম। বাইরে “কানাডিয়ান হাই স্কুল আইডল” তে অংশ নেই যেখানে আমি জয়ী হই।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
লাবিবাঃ এক কথায় দারুন। এখানে নানা রকম মানুষ, নানা সংস্কৃতি সব মিলিয়ে ভাল লাগছে। আর গানের ব্যাপারে আমি বলব আমি আমি এখানে অনেক বড় বড় মানুষের সাথে কাজ করতে পারছি, শিখতে পারছি এটাই আমার সফলতা।
ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে ভাল লাগে?
লাবিবাঃ আমি সব ধরনের গান গাই কিন্তু নজরুল গান গাইতে ভাল লাগে।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগছে?
লাবিবাঃ ভাল লাগেছে। তারা আমাকে অনেক পছন্দ করছেন।
ক্লোজ আপ ওয়ানঃ একটা কথা প্রায়ই শোনা যায় যে, ক্লোজ আপ ওয়ানের শিল্পীরা ক্লোজ আপ ওয়ানের পরে হারিয়ে যায়? কেন?
লাবিবাঃ একটি কারন হল তারা সঠিক দিক নির্দেশনা পায়নি, যে কারনে তারা তাদের তারকাখ্যাতি ধরে রাখতে পারে নি।
ক্লোজ আপ ওয়ানঃ কাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে?
লাবিবাঃ উচ্ছাঙ্গ সঙ্গীতে ঋতুরাজ, ভজন, লোক সঙ্গীতে শেফালি সবাই। আসলে কারও নাম বলা ঠিক হবে না। কারন সবাই গান শিখে এসেছে এবং সবাই খুব শক্ত প্রতিদ্বন্দ্বী।
ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কি বলবেন?
লাবিবাঃ আমি লাবিবা নুসরাত বৃষ্টি, আমি কুষ্টিয়ার মেয়ে, আমি কানাডায় কিছু ভাল গান গেয়ে আমার দেশকে কানাডায় প্রতিনিধিত্ব করতে চাই। যে কারনে চাই আপনাদের ভালবাসা।
©somewhere in net ltd.