| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
"আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।" জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই লক্ষ্য ঘোষণা করেছেন-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক। মাত্র এক বছর আগে জুলাই আন্দোলনের একজন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন এমন একজন তরুণ, এখন তিনি একটি নতুন রাজনৈতিক দলের নেতা এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রার্থী। কিন্তু এটি কি সত্যিকারের সম্ভব?
বিশ্বব্যাপী রাজনীতিতে আমরা দেখেছি কীভাবে ঐতিহ্যবাহী রাজনীতিবিদদের বিরুদ্ধে আউটসাইডাররা সফল হয়েছেন।বাংলাদেশের নাহিদ ইসলাম কি এই সারিতে যুক্ত হতে পারবেন? তিনি কি সত্যিই ১০ বছরের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন ? নাহিদ দাবি করেছেন যে গণঅভ্যুত্থান তাদের ১০ থেকে ১৫ বছর এগিয়ে দিয়েছে। সাধারণত একটি রাজনৈতিক দল ১০-১৫ বছরে যেখানে পৌঁছায়, এনসিপি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। তাই ১০ বছর একটি বাস্তবসম্মত লক্ষ্য। তার ভাষায়: "এই কারণে আমি ১০ বছর বলছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে।"
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারবেন। তিনি বলেন, "উনার বয়স ২৬, উনি ৭৬ বছরেও প্রধানমন্ত্রী হতে পারেন। সামনে আরও ৫০ বছর আছে। পাঁচটা দশক তার কাছে আছে।" নাহিদ ইসলাম ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেছেন এবং মাত্র ২৬ বছর বয়সে ইতিমধ্যে একজন জাতীয় পর্যায়ের নেতা। তার সামনে রয়েছে পঞ্চাশ বছরের রাজনৈতিক সম্ভাবনা।
নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। সরকারে এই অভিজ্ঞতা তাকে প্রশাসনিক দক্ষতা শেখাবে। বিভিন্ন মিডিয়া আউটলেট নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছে,। জুলাই আন্দোলনের পোস্টার বয় হিসেবে নাহিদ ইসলামের একটি অনন্য সুবিধা আছে। এখন প্রশ্ন হল - তিনি এই সুবিধা কাজে লাগাতে পারবেন ?
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩১
সৈয়দ কুতুব বলেছেন: কি করবে সেটা আমি কি করে জানবো ? আওয়ামি লিগ-বিএনপি যা করেছে সেটাই করবে হয়তো ।
।
২|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
রাজাকারের বাচ্চা আমেরিকান/পাকিস্তানের জল্লাদ থেকে পীর হয়ে যা্চ্ছে?
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০৬
সৈয়দ কুতুব বলেছেন: সরকারে চলেও যেতে পারে। বিএনপিকে ঘোল খাইয়ে ।
৩|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
"আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করবো না নতুন বন্দোবস্তের নতুন দিনের বাটপারি রেখে এনসিপি সেই পুরানো বাটপারী আর রাজনৈতিক স্ট্যান্ডবাজি নিয়ে পড়ে আছে!!!! এই ডায়লগ হাঁসু আপা ৯১ এর নির্বাচনের সময় দিয়েছিল। 
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কারবার টা বুঝি না । এনসিপি কে নিয়ে কিছু লিখলে সেদিন আপনি জিনদা : হয়ে যান । আপনার কথা শুনে এনসিপির একজন ধরষণ মামলা খেয়েছে । আপনি একদা বলেছিলেন যে বড়ো দল হতে হলে এরকম মামলা খেতে হবে । ![]()
৪|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ২:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমার অনেক কিছুই দেখছি ইদানিং মিলে যাচ্ছে! ডাকসু তে শিবির জয়ের পর বলেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে "খালাদের গাঁজা" সিন্ডিকেট সরিয়ে ফেলা হবে; এখন দেখছি তাই হচ্ছে।
ব্লগার কামালের উওরসুরী প্রগতিশীল বামেরা যে মনের সুখে একটু গাঁজায় ফুক দিবে; সেই আশা টুকু ও এখন আর নেই.... আপনার মতো করে বলতেই হচ্ছে সব দোষ হাসিনার।
০৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: বাজারে নতুন পীর চলে এসেছে।
৫|
০৭ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৫৪
মাথা পাগলা বলেছেন: - কোটা না মেধা?
- প্রধানমন্ত্রী হইতে চাই!
০৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: মানা করেছে কে আপনাকে? নাহিদ কে হিংসা করা বন্ধ করেন।
৬|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬
নতুন বলেছেন: কিছু মানুষ আছে যারা রাজার ছেলেই রাজা হবে এই ধরনার বাইরে ভাবতে পারেনা।
তারা নাহিদের রাজনিতিতে সফল হবার কথা ভাবতে পারবেনা।
নাহিদের সামনে সুযোগ আছে, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে ভাবনা শুরু করার।
কেজরিওয়াল, মামদানীর মতন আরো অনেক নেতা আছে যাদের নিয়ে তার স্টাডি করা উচিত। তার ভালো মেন্টর দরকার যে নতুন আইডিয়া দেবে জনগনের কাছে গিয়ে পরিবর্তানের কথা বলতে পরামর্শ দেবে।
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০২
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির মেনটর পিনাকি , ফরহাদ মজহার আর ইলিয়াস গং । কি মনে করেন কতদুর যেতে পারবে ?
৭|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: নাহিদ ইসলাম রাজনীতিতে এখনও শিশু।
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি প্রথম আলোর রাজীব নুর ? ![]()
৮|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: এনসিপির মেনটর পিনাকি , ফরহাদ মজহার আর ইলিয়াস গং । কি মনে করেন কতদুর যেতে পারবে ?
পিনাকি ডাবল এজেন্ট। ইলিয়াস পাকি আর মাজহারের বুদ্ধিনাশ হয়ে গেছে।
এদের কথা মত চললে বিএনপি ক্ষমতায় আসলেই নাহিদের রাজনিতি শেষ।
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আরো এক/দুই বছর এনসিপি আলোচনায় থাকবে ।
৯|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: আরো এক/দুই বছর এনসিপি আলোচনায় থাকবে ।
বিএনপির সাথে জোট করতে না পারলে এনসিপি শেষ হয়ে যাবার সম্ভবনা খুবই বেশি।
বিএনপি যদি কিছু আসন ছেড়ে দিয়ে এদের সাথে রাখে তবে ভালো কাজ করতে পারলে নিজেদের দল হিসেবে প্রতিস্ঠিত করতে পারবে।
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০২
সৈয়দ কুতুব বলেছেন: ৬/৭ টা আসনে সমঝোতা হবে । আমি মনে করি এনসিপির উচিত হবে না লিগ-বিএনপির লোক ঢুকানো। এগুলো বাতিল মাল। সময়ূ-সুযোগ বুঝে আগের দলে চলে যাবে।
১০|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭
নতুন বলেছেন: ক্ষমতা আর টাকার রাজনিতি পথে সবাই হাটতে চাইবে।
যদি দেশ জনগনের রাজনিতি করতে চায় তবে টাকা আসবে কম।
তাই নির্ভর করে নাহিদ, হাসনাস,জারা, সার্জিল কি চাইছে ???
খুব কম মানুষই পারে টাকা, ক্ষমতার লোভ ত্যাগ করে সহী পথে টিতে থাকতে।
দেখ যাক কি হয়!!
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: সঠিক বলেছেন ।
১১|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: নতুন বলেছেন: কিছু মানুষ আছে যারা রাজার ছেলেই রাজা হবে এই ধরনার বাইরে ভাবতে পারেনা।
তারা নাহিদের রাজনিতিতে সফল হবার কথা ভাবতে পারবেনা।
সহমত! রাজার ছেলেরাই কেন ক্ষমতায় যাবে, লুটপাট করবে, ওয়েস্টিনে হাঁস খাবে, ২০০ গাড়ির রাজনৈতিক শোডাউন করবে, ইলিয়ানের দামি পাঞ্জাবি পড়বে, চিকিৎসার করাতে গিয়ে সিংগাপুরের অ্যাপল স্টোর থেকে আইফোন কিনবে? ডিউর এক কাপড়ে সাত দিন চলা টোকাই, ডার্বি টানা, ৫ টাকায় ক্যান্টিনে ভাত খাওয়া ফকিন্নীর বাচ্চাদের এখন দেশ চালানোর সুযোগ দিতে হবে। জুলাই তো উসিলা মাত্র...... নতুন দিনের বন্দোবস্ত বলে কথা!!!!!!!
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আবার শুরু করে দিয়েছেন ...এনসিপি জাপা কে নিয়ে গুতাগুতি করতে গিয়ে আপনার চোখে খারাপ হয়ে গেলো।
১২|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১
মাথা পাগলা বলেছেন: এরা ছোটদের বঙ্গবন্ধু টাইপের বই লিখে, ভাষন দিয়ে লীগে ডুকতে না পেরে জঙ্গি গোষ্টিতে নাম লিখিয়েছে। এদের কাজ একটাই ছিলো - আমেরিকার পারপোস সার্ভ করা, সময়মতো আম্রিকা এদের সরিয়ে দিবে।
১০ বছর পর তো চাকরির বয়স থাকবে না। মিড লাইফে ক্যারিয়ার চেঞ্জ করে ফ্যামিলি চালানোটা কঠিন, যদি না হাজার কোটি টাকা অলেরেডি পকেটে থাকে।
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: কি হিংসে হয়?
১৩|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
নতুন বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন: নতুন বলেছেন: কিছু মানুষ আছে যারা রাজার ছেলেই রাজা হবে এই ধরনার বাইরে ভাবতে পারেনা।
তারা নাহিদের রাজনিতিতে সফল হবার কথা ভাবতে পারবেনা।
সহমত! রাজার ছেলেরাই কেন ক্ষমতায় যাবে, লুটপাট করবে, ওয়েস্টিনে হাঁস খাবে, ২০০ গাড়ির রাজনৈতিক শোডাউন করবে, ইলিয়ানের দামি পাঞ্জাবি পড়বে, চিকিৎসার করাতে গিয়ে সিংগাপুরের অ্যাপল স্টোর থেকে আইফোন কিনবে? ডিউর এক কাপড়ে সাত দিন চলা টোকাই, ডার্বি টানা, ৫ টাকায় ক্যান্টিনে ভাত খাওয়া ফকিন্নীর বাচ্চাদের এখন দেশ চালানোর সুযোগ দিতে হবে। জুলাই তো উসিলা মাত্র...... নতুন দিনের বন্দোবস্ত বলে কথা!!!!!!!
আমি পুরানো চোরদের চেয়ে নতুন কাউকে সুযোগ দিয়ে দেখার পক্ষে।
পুরানো চোরেরা ভালো হবে না সেটা ১০০% সিয়র। বরং ক্ষমতায় এলে ডাকাত হবে।
কিন্তু নতুন কেউ আসলে ভালো কিছু করার ছোট্ট একটা সম্ভবনা থাকতেই পারে।
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত কে তো আগে কখনো দেখি নাই। জামাত ক্ষমতায় গেলে কেমন হয়?
১৪|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৩
মেঠোপথ২৩ বলেছেন: এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায় তবে তাদের রাজনীতিতে পার্মানেন্ট ফুলস্টপ বসে যাবে। বিএনপি তাদের ডাকাডাকি করছেই তাদের রাজনীতি ধংশ করে দেয়ার জন্য। সংস্কার ও জুলাই সনদের বিরুদ্ধে অবস্থা নেয়া দল বিএনপির অবস্থান জুলাই বিপ্লবের স্পিরিটের সপুর্ন বীপরিতে। এনসিপি যদি সেই এন্টি জুলাই স্পিরিটের সাথে সন্ধি স্থাপন করে , তাহলে জনগন তাদের সোজা ঘরে পাঠিয়ে দেবে। দ্বীতিয় আরেকটা পল্টিবাজ গন অধিকার পরিষদের জায়গা রাজনীতিতে আর হবে না।
আর যদি নিজের দমে নির্বাচন করে এনসিপি , তাহলে যদি একটা সীটও না পায় তাহলেও ক্ষতি নাই। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা যে শক্ত অবস্থান ধরে রেখেছে , ইলেকশনের পরেও তারা রাজনীতিতে শক্ত অবস্থানে থাকবে। দেশের প্রচলিত রাজনৈ্তিক সিস্টেমে পরিবর্তন আনার যে লড়াই তারা ২০২৪ এ শুরু করেছিল , তা জারি রাখতে পারলে নাহিদের ভবিষ্যতবানীই ফলে যাবে।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: তাহলে ১০ বছর বিএনপি থাকার পর এনসিপি ক্ষমতায় যাবে। জামাতের হাতে হারিকেন।
১৫|
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১
ধুলো মেঘ বলেছেন: রাজনীতিতে প্রতিষ্ঠিত হবার জন্য বা ভবিষ্যতে ক্ষমত্রায় যাবার জন্য যা থাকা দরকার - নাহিদের মধ্যে তা দেখা যাচ্ছেনা। সে ইতিমধ্যে এসির হাওয়া খেয়ে শরীরে তেল জমিয়ে ফেলেছে। সত্তরের দশকে জিয়া অথবা নব্বইয়ের দশকে খালেদা জিয়ার বা শেখ হাসিনার কথা মনে করুন দেখি! তাদের মধ্যে যে তেজ, যে তারুণ্য ছিল - তাদের হাঁটাচলায় যে গতি ছিল, কন্ঠে যে জোর ছিল - নাহিদ আখতার পাটোয়ারীদের মধ্যে তা কোথায়?
কিছু করতে হলে কিছু দেখাতে হয়। নাহিদেরা কিছুই দেখাচ্ছেনা।
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: এরা সরকারে গিয়ে ভালো করেনি।
১৬|
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪২
কু-ক-রা বলেছেন: নাহিদদেরকে পশ্চিমারা ঘুটি হিসাবে ব্যবহার করবে। মিডিয়া কভারেজ দিবে। তাসনিম জারাদের মাধ্যমে ম্যানুপুলেট করবে। ব্রিটিশদের রেখে যাওয়া শয়তানি সিসটেম চালু রাখার জন্য নাহিদরা একধরণের সিকিউরিটি ডিপোজিট হিসাবে থেকে যাবে। ভবিষ্যতে কি হবে - তা ভবিষ্যতই বলে দিবে।
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: নাহিদেরা ভালোও করতে পারে ।
১৭|
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৩
কু-ক-রা বলেছেন: উহরা হাইব্রিড জামাতি-সেক্যুলার টাইপ একধরণের রাস্ট্র কায়েম করিতে চায়। যেখানে বোরকার নিচে মদের বোতল থাকিবে। - ইহা আপনার কাছে ভাল হইলে ভাল। খারাপ হইলে খারাপ।
০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৩
সৈয়দ কুতুব বলেছেন: বোরকার নিচে মদের বোতল রাখিবে জামাত ?
বেশি বলে ফেললেন না ? আপনি কি জামাত কে এরদোগানের মতো ভাবেন নাকি ?
১৮|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০
নতুন বলেছেন: লেখক বলেছেন: জামায়াত কে তো আগে কখনো দেখি নাই। জামাত ক্ষমতায় গেলে কেমন হয়?
জামাত মদের মতন। পান করতে ভালোই । কিন্তু হারাম।
তবে কিছু মুসলানেরা কিন্তু মদ পান করে, তবে তারা শুকরের মাংসের চপ দিয়ে মদ খায় না।
জামাত মদের মতন। অল্প পানে সমস্যানাই। তারা ভালো কথা বলছে। কিন্তু ক্ষমতায় গেলেই তাদের আসল রুপ দেখা যাবে।
নারীদের বন্দীকরা হবে, শিক্ষা, কাজ নিরুতসাহিত করা হবে। সঙ্গিত, সাহিত্য, চর্চাকে নিরুদসাহিত করা হবে।
চাদাবাজী কমে যাবে, দূনিতি কমে যাবে, সন্ত্রাসও একটু কমে যাবে। কিন্তু ঐ মদের মতন । বেশি ক্ষমতা পাইলেই মাতলামী শুরু করবে।
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
সৈয়দ কুতুব বলেছেন: নারীদের বন্দীকরা হবে, শিক্ষা, কাজ নিরুতসাহিত করা হবে। সঙ্গিত, সাহিত্য, চর্চাকে নিরুদসাহিত করা হবে।
চাদাবাজী কমে যাবে, দূনিতি কমে যাবে, সন্ত্রাসও একটু কমে যাবে। এটা তো ভালো দিক , জামাত কে খারাপ কেন বলছেন ?
১৯|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২
সৈকত৭১ বলেছেন: নাহিদ ইসলাম কেজরিওয়াল কিংবা মামদানি হবেন না। জেলেনস্কি হবেন আমেরিকার সহায়তায়।
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি কি হবে সেটা সময়ে বলে দিবে।
২০|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি কি প্রথম আলোর রাজীব নুর ?
না ভাই।
উনি আমার চেয়ে বয়সে বড় অনেক বড়। উনাকে আমি চিনি। অবশ্য যোগাযোগ নেই।
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ভালো । শুনে খুশি হইলাম।
২১|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭
সৈয়দ কুতুব বলেছেন: শুকরিয়া ।
২২|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯
কু-ক-রা বলেছেন: উহা (মদের বোতল) তো তাও অনেক ভাল জিনিস। উহাদের (জামাতের) বোরকার নিচে মদের বোতলের চেয়েও খারাপ জিনিস থাকে।
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি এলিেয়ন ভাষায় কথা না বলে ঝেড়ে কাশেন ।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৬
কামাল১৮ বলেছেন: ক্ষমতায় গিয়ে কি করবেন সেটা আগে পরিষ্কার করেন।ক্ষমতার মালিক জনগন।জনগন না চাইলে একশ বছরেও ক্ষমতায় যেতে পারবেন না।