| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
অকারণে যদি মন হয় বিমর্ষ;
খুঁজে না পাই হর্ষ,
যদি কাছে থাকো তুমি,
গোলাপ দিয়ো,
সুখে উর্বর করো মন জমি।
যদি মন থাকে প্রফুল্ল, ফুরফুরে
কষ্ট যদি থাকে দূরে
তবুও আমায় গোলাপ দিয়ো;
ঘ্রাণে মাতাল হবো প্রিয়।
যদি ব্যস্ততা ধরে ঝেঁকে
যদি কর্ম আমায় যায় ডেকে,
সময় যদি না পাই অল্প;
গোলাপ দিয়ো,
গোলাপের সাথেই হোক সুখ গল্প।
যদি দেখো আমি চুপ,
জ্বালিয়ো প্রেম ধূপ;
কাছে এসো গোলাপ নিয়ে বন্ধু;
ঠোঁটে মিহি বুলি ফুটাতে এক বিন্দু।
যদি কষ্ট থাকে বুকের কিনারে লেপ্টে
কাঁদি ঠোঁট উল্টে;
তুমি একটি লাল গোলাপ দিয়ো
মন করে দিয়ো ভালো প্রিয়।
যখন বুকের বাড়ি লাগে ফাঁকা
যায় না আর সুখে থাকা
যদি বলি ভালো লাগে না আর
তুমি গোলাপ দিয়ো,
সময়টা করে তুলো মায়ার।
==================
©কাজী ফাতেমা ছবি
২৭/১১/২০২৪
২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা রইলো আরিশা আপু
ভালো থাকুন সবাইকে নিয়ে
২|
২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ লিমেরীক ছন্দ
আমায় গোপল দিয়ো------------
২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া
ভালো থাকুন
৩|
২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া
৪|
২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক সুন্দর কবিতা বোন
২৭ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৫
যারীন তাসনীম আরিশা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপা।