![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরুল ইসলাম(নান্নু) ক্লোজআপ ১ ২০১২ তে অংশগ্রহণ করেছেন, এবং সব ধাপ এগিয়ে তিনি এখন সেরা ৩০ এ । চলুন তার সাথে কিছু কথা বলি।
ক্লোজ আপ ওয়ানঃ নান্নু, কেমন আছেন?
নান্নুঃ জী ভাল। তবে “ক্লোজ আপ ওয়ান” নিয়ে একটু চাপে আছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ অয়ান” এ কেন আসা?
নান্নুঃ এসেছি গানের জগতে নিজেকে বিকাশিত করতে, গানকে ছোটবেলা হতে ভালবাসতাম। তো ক্লোজ আপ ওয়ান যে সাধারন একজন শিল্পিকে যে প্লাটফর্ম দেয়, সেটাকে কাজে লাগাতে চাচ্ছি।
ক্লোজ আপ অয়ানঃ গান শেখা হয়েছে কোথা থেকে?
নান্নুঃ আমি গান কোথাও শিখিনি। আমি গান শুনতে শুনতে শিখেছি। গানের প্রতি আমার ভালবাসা দেখে আমাকে তারা একজন শিক্ষকের কাছে নিয়ে আসে। ওনার কাছ থেকে আমি ৬ মাস তালিম নিয়েছি। এখন সবার প্রেরনায় ক্লোজ আপ ওয়ানে এসেছি।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
নান্নুঃ এখানে আমার বেশ ভাল লাগছে। প্রতিযোগী, বিচারক, শিক্ষক সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। আর আমরা যারা প্রতিযোগী তারা আমরা বন্ধুর মত হয়েছি।
ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?
নান্নুঃ সব ধরনের গান গাইতে পছন্দ করি। তবে উচ্চাঙ্গ সংগীত গাইতে বেশি পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের মধ্যে আপনার প্রিয় কে?
নান্নুঃ সবাইকে ভাল লাগে। ব্যান্ডের গান বেশি শোনা হয় বলে আমি ব্যান্ডের প্রতি একটি দুর্বল।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” দর্শকদের জন্য কি বলবেন?
নান্নুঃ আমার গান ভাল লাগে তবে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালবাসায় আমি যেন বারবার আপনাদের কাছে ভাল কিছু গান নিয়ে আসতে পারি।
©somewhere in net ltd.