নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২ › বিস্তারিত পোস্টঃ

বান্দরবান এর ছেলে খিং সাই মং, বর্তমান এ রয়েছেন ক্লোজ আপ ওয়ান ২০১২ এর শীর্ষ ৩০ এ। সদা হাস্যজ্জল খিং আঞ্চলিক গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২





বান্দরবান এর ছেলে খিং সাই মং, বর্তমান এ রয়েছেন ক্লোজ আপ ওয়ান ২০১২ এর শীর্ষ ৩০ এ। সদা হাস্যজ্জল খিং আঞ্চলিক গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।



ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?



খিং-এখন UODA হতে চারুকলায় পড়ছি।



ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শেখা হয়েছে?



খিং- বান্দরবনে আমাদের একটা গানের সংগঠন ছিল। আমি আগে মারমায় গান করতাম। ২০০৬ সালে আমি বাংলায় গান গাওয়া শুরু করি।



ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?



খিং- আমি চট্টগ্রামের আঞ্চলিক গান গাইতে পছন্দ করি।



ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?



খিং- অনেক। এটি আমাকে অনেক বড় প্লাটফর্ম দিয়েছে যা এত অল্প বয়সে পাওয়া সম্ভব নয়।আসলে আমি ভাবতে পারিনি আমি এতদূর আসতে পারব। আমাদের ওখানে বাংলা গানের চর্চা খুব কম ছিল। তো এতদূর আসা সত্যিই স্বপ্নের মত। তাই ক্লোজ আপ ওয়ান আমার জীবনের অনেক বড় একটি পাওয়া।



ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগছে?



খিং- বিচারকরা অনেক ভাল। সবাই নিজেকে একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে পেরেছে। আমার সবচেয়ে ভাল লাগে যখন তারা আমার বাংলা উচ্চারণের প্রশংসা করেন। সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। তো এমন বিচারক পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।



ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।



খিং- আমি খিং, আমি আপনাদের কিছু আঞ্চলিক গান উপহার দিতে আপনাদের মন চাই। কিন্তু এজন্য প্রয়োজন আপনাদের ভালবাসা ও ভোট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

মং হ্লা প্রু পিন্টু বলেছেন: এবার এগিয়ে যাওয়ার পালা ...

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মুয়াজ বলেছেন: খীং তুই যতো ভালো ছবি আঁকিস ঠিক ততই ভালো গান ও গাইতে পারিস। তুই এগিয়ে যা দোস্ত..... সামুর সব বল্গার রা আছি তোর সাথে। খীং সাই মং কে ভোট করতে KHING লিখে পাঠিয়ে দিন 1234 নাম্বারে যে কোন নাম্বার থেকে সর্বোচ্চ ৫ টি এ ছাড়াও 1234 নাম্বারে কল দিয়েও ভোট করতে পারবেন.......।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.