নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওআন বাংলাদেশ

ক্লোজআপ ওয়ান

.।

ক্লোজআপ ওয়ান › বিস্তারিত পোস্টঃ

সুরের আলোয় দর্শকদের মন মাতাতে কুষ্টিয়ার ছেলে সুজন এখন “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩২ এ

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

সুরের আলোয় দর্শকদের মন মাতাতে কুষ্টিয়ার ছেলে সুজন এখন “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩০ এ। চলুন তার জীবনের কিছু গল্প







ক্লোজ আপ ওয়ানঃ আপনি কোথায় থেকে এসেছেন?



সুজনঃ আমি কুষ্টিয়া থেকে এসেছি।



ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?



সুজনঃ আমি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছি।



ক্লোজ আপ ওয়ানঃ কি ধরণের গান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?



সুজনঃ ভালো গান যেকোনো গানই আমার ভালো লাগে। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, ও নজরুল গীতি’র নিয়মিত চর্চা করি আর যেহেতু কুষ্টিয়ার ছেলে সেহেতু রক্তে লালন মিশে আছে।



ক্লোজ আপ ওয়ানঃগানে পথচলা শুরু কবে?



সুজনঃ আমার শুরুটা আসলে প্রাতিষ্ঠানিকভাবেই, মা-বাবার প্রচণ্ড আগ্রহে। বলতে গেলে ছোটবেলায় স্কুলে ভর্তি হওয়ার আগেই গানের স্কুলে ভর্তি হওয়া। মা গানকে ভীষণ ভালবাসতেন ।বিশেষ করে তাঁরই অনুপ্রেরণায় গানের পথে আমার পথ চলা। মা সহ শিক্ষক মিজানুর রহমান, সাহাবুদ্দিন বেতার, শ্যামসুন্দর গোস্বামী প্রমুখ মানুষের কল্যাণে আমি আজ এতদূর এসেছি। সত্যি বলতে আমার আত্মবিশ্বাসের ভিত্তি আমার গানের শিক্ষকগণ।



ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ান হওয়ার বিষয়ে আপনার আত্মবিশ্বাস কতখানি?



সুজনঃ সবচেয়ে বড় ও সত্যি কথা হল স্বপ্ন দেখতে তো বারণ নেই। স্বপ্নের সাথে নিজের চেষ্টা ও একাগ্রতা থাকলে স্বপ্ন সত্যি হবে বলে আমি মনে করি। সেই সাথে সবার দোয়া আমার কাম্য।



ক্লোজ আপ ওয়ানঃ গানকেই কি পেশা হিসেবে গ্রহণ করতে চান?



সুজনঃ আমি খুব ছোটবেলা থেকেই গান করি আর গান করার পাশাপাশি আমি কী-বোর্ড বাজাই। সেই সাথে স্টেজ এ গান করার অভিজ্ঞতা আছে। যেহেতু গানকে প্রচণ্ড ভালবাসি সেহেতু গানটাকে নিয়েই এগুনোর ইচ্ছে আছে। গানেই প্রতিষ্ঠিত হতে চাই।



ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের নিয়ে আপনি কিছু বলতে চান?



সুজনঃ ছোটবেলা থেকেই আমি সবসময় ভালোটা গ্রহণ করেছি। বিচারকগণ শীর্ষ অবস্থান নিয়ে আছেন নিজ নিজ স্বকীয়তায়। তাঁদের প্রত্যেকের ভালোগুলো আমি নিজের মধ্যে নিতে চাই এবং সেগুলো ধারণ করে নিজের স্বতন্ত্র পরিচয়ে এগিয়ে যেতে চাই।



ক্লোজ আপ ওয়ানঃ আপনি শীর্ষ ৩২ প্রতিযোগীদের মধ্যে চলে এসেছেন, আপনার অনুভুতি কি?



সুজনঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রথম মিউজিক্যাল রিয়ালিটি শো ক্লোজ আপ ওয়ান। আর ক্লোজ আপ ওয়ান এ অংশ নেওয়া এবং জয় করার লক্ষে আমার এই যাত্রা। সারাদেশের মানুষের কাছে নিজের সংগীত মেলে ধরতে চাই ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে।ক্লোজআপ ওয়ানের মত এত বড় ও জনপ্রিয় একটি শো তে অংশ নেওয়ার সময়ই আমার ইচ্ছে ছিল আমি জয়ী হই বা না হই অন্তত এমন একটি অবস্থানে যেতে পারি, যেখানে আমার গান পরিচিতি লাভ করবে। মানুষ বলবে যে সুজন ভালো গান গায়। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে এতদূর আসা এবং এখন পর্যন্ত বিচারকদের শুভেচ্ছা ও ভালো ভালো মন্তব্য আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। অবশ্যই আমি আনন্দিত।



ক্লোজ আপ ওয়ানঃ এবারই কি প্রথম অংশ নিচ্ছেন?



সুজনঃ না, এর আগেও আমি একবার ক্লোজ আপ ওয়ানে অংশ নিয়েছি, কিন্তু সেবার শীর্ষ ৪০ যাওয়ার হওয়ার পরে আমি আর এগোতে পারিনি। তাই এবার চেষ্টাটা আরও ভালো করে করতে চাই।



ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কিছু বলুন?



সুজনঃ আমি সুজন। প্রিয় দর্শক... দৃষ্টির আলো নেই তবু সুরের আলোয় আমি আপনাদের মন ভরিয়ে তুলতে চাই। আমি শুদ্ধ সঙ্গীতের চর্চা করি আর এই শুদ্ধ সঙ্গীতের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছতে চাই। যারা শুদ্ধ সঙ্গীত শোনেন তাদের অবশ্যয় আমার গান ভাল লাগবে বলে আমি মনে করি এবং তাঁরাই আমাকে ভোট দেবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.