| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করপোরেট
ঘুরি ফিরি, গানবাজনা শুনি। কি করব ভাবছি! একদিন কিছু করব!
এই ঘটনার সকল পাত্র (যেহেতু পাত্রী নেই) বর্তমানে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাই নাম বলা হলোনা, নাম জানতেও চাইবেন না। কেননা কেউই কাল্পনিক নয়!
সেদিনটা ছিল এমনই এক বৃষ্টির বৃহস্পতিবার!
আমরা তখন ধুন্ধুমার খ্যাপ করি গানবাজনার। খ্যাপ মানে হলো, টাকার বিনিময়ে বিভিন্ন ব্যান্ডের গায়ক-বাদকরা এক হয়ে কোন অনুষ্ঠানে বাজাই, টাকা নেই, চলে যাই।
তো, সেবার খ্যাপ ঢাকার বাইরে, বান্দরবনে। যথারীতি আমাদের তৎকালীন গায়ক, সাথে আরেকজন চড়া গলার ইংরেজি গায়ক। সাথে কিবোর্ড আর বেইজ গীটারের দক্ষ দু'জন, ড্রামে আমি। আমার গায়ক তার এক বন্ধুকে আনতে আগ্রহী, কিন্ত নাম শুনে আমরা কিছুটা গররাজি, কারন তার শিডিউল ফাঁসানোর বাতিক ছিল। গায়ক নাছোড়বান্দা, ওকেই নিতে হবে। কর্পোরেট এর শো, অনেক পদের বাংলা-ইংরেজি গাইতে হবে। "খ্যাপ" এর আদর্শ সেইই।
নামকরা গীটারিস্টকে জানানো হলো। সে শর্ত দিল গীটার নিয়ে যেতে পারবেনা, আমাদের নিয়ে যেতে হবে। টাকার অংক যা চাইলো, আমাদের গড় সম্মানীর কিছু বেশি। শো এর স্বার্থে মেনে নিলাম। একদিন প্র্যাকটিস করতে চাইলাম, সে জানিয়ে দিল তার প্র্যাকটিস লাগবেনা। সে যাক, তাও ভালো গীটারিস্ট ম্যানেজ হয়েছে।
সেদিনিটাও বৃহস্পতিবার, ঠিক হলো সবাই রাত ৮:৩০ টায় মগবাজার চৌরাস্তায় চলে আসবো। সেখানে গাড়ী থাকবে। আমরা রাতের খাবার খেয়ে রওনা দিব। সারা রাত যাত্রা, পরদিন পৌছাব, শুক্রবার রাতে শো। সবাই সময়মত চলে আসলো, লীড গীটারিস্ট আসলো ৯ টায়। সবাই খাওয়াদাওয়া করে রওনা দিব, প্রায় ১০ টা বাজে। হঠাৎ লীড গীটারিস্টের মনে হলো তার বিশেষ গীটার-প্রসেসর আনা হয়নি সাথে। সমস্যা নেই, এই কাছেই, মগবাজারেই একজনের বাসায় রাখা।
"নিয়ে আসছি" বলে সেই যে গেলো, রাত ১১ টা পর্যন্ত অপেক্ষা করলাম, এলোনা। মোবাইলও বন্ধ।
কিছু করার নেই। শেষ মুহুর্তে ঢাকার বাইরে দু'দিন যাওয়ার জন্য কাউকে পাওয়া গেলোনা। লীড গীটারিস্ট ছাড়াই গেলাম শো করতে। কিবোর্ডিস্ট, বেইজ গীটারিস্ট, কখনো ভোকাল লীড বাজালো। কখনো ভোকাল বেইজ বাজালো।
আমরা ওদের বুঝালাম, "আমাদের ব্যান্ডে আসলে সবাইই সব পারে তো"...
ঢাকায় এলাম। জানলাম, সেদিন একটু বেশি বিরিয়ানি খেয়ে ফেলায়, লীড গীটারবাদক সাহেব বন্ধুর বাসায় যেয়ে প্রসেসর আনার আগে রেস্ট নিতে যেয়ে ঘুমিয়ে পরেছিলেন সেখানে। মোবাইল সাইলেন্ট ছিল ধরতে পারেননি। তাইই এই সমস্যা!!
সেদিনটাও ছিল মেঘলা, বৃহস্পতিবার! সব ঘোলাটে পাগলামি মায়া জাগায় না, ধরাও খাওয়ায়।
রাস্তাঘাটের যে অবস্থা, আজকেও কি ধরা খাই কে জানে!
শুভ সপ্তাহান্ত
#শুভ_সপ্তাহান্ত
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
এখন কেমন চলছে? ইয়াবা ফিয়াবা যোগ করতে হয়?