নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এন্টনি!\nঅনেক কিছু করি, আবার কিছুই করিনা!

করপোরেট

ঘুরি ফিরি, গানবাজনা শুনি। কি করব ভাবছি! একদিন কিছু করব!

করপোরেট › বিস্তারিত পোস্টঃ

আশা... Hope... কিংবা অপেক্ষা

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭

ছোট্ট একটা পুরনো গল্প, ছোটবেলায় পড়া। হয়তো অনেকের পড়া। গ্রীক মিথ অনুযায়ী ছোট করে বললে গল্পটা এমন...
"প্যান্ডোরা পৃথিবীতে আসার পর তার সাথে উপহার হিসেবে একটা বাক্স নিয়ে আসে, যা খুলতে মানা করা হয়েছিল। কৌতুহলের বশবর্তী হয়ে সে বাক্সটা খুলে ফেলে দেখার জন্য কি আছে। খোলার সাথে সাথে বাক্স থেকে ক্ষুধা, জরা, অসুখ, কুটিলতা, জটিলতা, ঘৃণা, হিংসা, ভালোবাসা, প্রতারণা, স্নেহ, মায়া, মমতা, শঠতা, অমানবিক সবকিছু বের হয়ে পৃথিবীজুড়ে ছড়িয়ে যায়। প্যান্ডোরা বাক্স ভয়ে বন্ধ করে দেয়, আটকে যায় "আশা", বা HOPE!"
বলা হয়ে থাকে, মানুষ সবকিছুর মুখোমুখি হয়, কিন্তু আশা নিয়ে বেঁচে থাকে!

রশীদ চাকুরি করে, ছোটখাটো। নিত্যনৈমিত্তিক বসের ঝাড়ি খায়, এমন না কাজ পারেনা। তবুও খায়। মূল কারন, এভাবে বস ওকে কম টাকায় কাজ করিয়ে নেয় বেশি। রশীদ খরচ কমাতে কমাতে প্রতিদিন অসময়ে তেলেভাজা খাবার খায়। প্রতিদিন গ্যাস হয়, খিধে লাগেনা। খাবার খরচ কমে। চাকরি খুঁজছে, পেলেই খাওয়াদাওয়া ঠিক করবে। আশায় আছে।

সিন্থিয়া বিদেশে চলে যাচ্ছে, পাশ্চাত্যে। আগে আমেরিকার ডি.ভি ছিল, এখন নাই। কি কি উপায়ে যেন যাচ্ছে, যেয়ে কাজ করবে। এখানে ভালোই চাকরি অবস্থান সব ছিল। তাও যাচ্ছে। "ভালো থাকব" এই আশায়।

অনেকদিন বিদেশে থেকে পৃথিবীর এক নম্বর কোম্পানিতে এক দশক কাজ করে দেশে চলে আসলো অনিক। দেশ নিয়ে কিছু করবে, মানুষের ভালো নিয়ে, এই আশায়। অঢেল অর্থ নিয়ে কেউই চলেনা, সেও চাকরি খুঁজছে দেশে। দশ বছরের মাইক্রোসফট এর রিজ্যুমে নিয়ে পৃথিবীর কোথাও আমেরিকান গ্র‍্যাজুয়েট এর আটকানোর কথা না, তবু দেশেই কিছু করার আশা নিয়ে আছে।

প্রত্যেকেই আশায় থাকে কিছু নিয়ে। ধারণা করা যায়, আশা বোধহয় অপেক্ষার আরেক নাম। যেকোন আশাই আসলে অপেক্ষা করা, অপেক্ষায় থাকা।

প্রতি বৃহস্পতিবার আমিও অপেক্ষায় থাকি, সবাই ভালো থাকুক, এই আশায়।

শুভ সপ্তাহান্ত


#শুভ_সপ্তাহান্ত


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৪

ধুনকর বলেছেন: আশা মানুষকে ডাইনামিক করে,
নেতিবাচকভাবে এটাকে দেখার সুযোগ নেই।
এটা আছে বলেই পৃথিবী এখনো সূর্যের চারিদিকে ঘুরে।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

করুণাধারা বলেছেন:
মানুষের বেঁচে থাকার প্রেরণা এই আশা।

সুন্দর পোস্ট। ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.