নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”

CrimSon Masud

CrimSon Masud › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী সমাজে পা ছুঁয়ে সালাম করা

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

ভারত ও বাংলাদেশে বিশেষ করে বাঙালী সমাজে “পা ধরে সালাম করা” নামে একটি প্রথা প্রচলিত আছে। মানুষ হয়ে আরেকজন মানুষের পা ছুঁয়ে আলিঙ্গনের দৃশ্যটা আমার কখনোই ভালো লাগেনি। কেননা এক্ষেত্রে উঁচু-নীচু বিভেদের ব্যাপারটা চলে আসে। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি একজন মহিলার বিয়ে হয়ে স্বামীর বাড়ি আসে তখন স্বাভাবিক ভাবেই একজন মহিলা মানসিক ভাবে খুব অস্থিরতার মধ্যে থাকে নিজের বাড়িঘর, ভাই বোন, পিতা মাতা, মোট কথা নিজের জন্মস্থান সহ সব কিছু ছেড়ে একজন মহিলাকে নানান ধরনেন চিন্তা গ্রাস করে বসে ঠিক সেই সময় এক একজন করে ঐ মহিলার সামনে আসেন চাচাশশুর, মামাশশুর, সিরিয়ালের মত করে আসেন আর ঐ শ্বাশুড়ি ঐ মহিলাকে বলে সালাম কর, তখন মুখে সালাম করলে হবে না পা ধরে সালাম করতে হবে। আর

বাংলাদেশে কিছু ভন্ড পীর আছে তাদের মুরিদরা কদমবুসি না করলে পীররা তাদের মুরিদদের কে বেয়াদব বলে। এই প্রথার উৎস সম্পর্কেও আমরা অনেকেই জানি না। ইসলামে সালাম, মুসাফা রয়েছে কিন্তু পা ছুয়ে সালাম করার কোন নিয়ম নাই। ইসলাম ধর্মে পা ছুঁয়ে সালাম করা নিষেধ। কেননা পা ছুঁয়ে সালাম করতে গেলে আরেকজনের সামনে মাথা নত করতে হয়। কিন্তু ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারও সামনে মাথা নত করা নিষেধ। তাই যে কাউকে পা ছুঁয়ে সালাম করা ইসলামে নিষিদ্ধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এই প্রথাটা একদম জেঁকে বসেছে। তবে বাংলাদেশের হক্কানী আলেমরা এটার বিরুদ্ধে সব সময় বলে এসেছে। তাই আমাদের সবার উচিত পা ধরে সালাম করার মত একটি হিন্দুয়ানী রীতি বর্জন করা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

বিপরীত বাক বলেছেন: লেখক কলেছেন ঃ সবচেয়ে খারাপ
লাগে যখন দেখি একজন মহিলার বিয়ে হয়ে স্বামীর বাড়ি
আসে তখন স্বাভাবিক ভাবেই.....................

আর আমাদের পরিবারে বিয়ের পর পুরুষ টি আগে শ্বশুরবাড়ী যেয়ে শাশুড়ী কে পা ধরে কদমচুমো করেছে।। তারপর মা'র কাছে এসেছে নাক সিটকে এবং ভুরু কুচকানো অবস্থায়।।।

কুলাঙার বেজন্মা টা পাক্কা হাজী আর চিল্লাদার ছিল।।।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

CrimSon Masud বলেছেন: ভাই মুখের ভাষা ঠিক করেন @বিপরীত বাক

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

শার্লক_ বলেছেন: ঠিক এটা একদম পরিহার করা উচিত।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

CrimSon Masud বলেছেন: ;)

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১

রাজীব বলেছেন: আমার মনে হয় এটি হিন্দু ধর্মের কালচার।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

CrimSon Masud বলেছেন: হু....

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অাচ্ছা, যদি কারো পা ছুঁয়ে সালাম করা হয়, তাহলে কি তাকে প্রভূ ভাবা হয়? অাপনি অাপনার পিতা-মাতা কিংবা শিক্ষককে যদি পা ধরে সালাম করেন, তাঁকে শ্রদ্ধা দেখান না প্রভূ ভাবেন? দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা । অবশ্য অাপনি কাকে সম্মান দেবেন, না দেবেন; সেটা নিতান্তই অাপনার ব্যক্তিগত ব্যাপার! কাউকে সম্মান না দেখাতে পারেন । এখানে একটা ব্যাপার স্মর্তব্য, যারা গুরুজনকে সালাম করে, তারা বেয়াদব নয় ।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

শার্লক_ বলেছেন: সালাম মুখে বলতে হয়। পা ছুয়ে নয়। ভুলটা এখানেই।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

রাজীব বলেছেন: পা ছুয়ে ছালাম হয় না, পা ছুয়ে প্রনাম হয়।
ছালাম মানে হলো "আপনার উপর শান্তি বর্ষিত হোক" বলা অথচ পা ছুয়ে নিজের জন্য দোয়া কামনা করা হচ্ছে তাহলে এটি ছালাম হয় কি করে???

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

CrimSon Masud বলেছেন: হুম...

১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

মানবী বলেছেন: ইসলাম ধর্মে পা ছুঁয়ে সালাম বলে কিছু নেই। মুসলিমদের সম্ভাষণ "আস্ সালামুয়ালাইকুম" মুখে উচ্চারন করা।

প্রণামের সাথে সালামের খিচুরী বানিয়ে এউ উদ্ভট 'পা ছুঁয়ে সালাম" এর প্রচলন! মাজার কালচারও ইসলামের অংশ নয়, পূজার চাকচিক্য দেখে এধরনের কাজের প্রচলন। প্রকৃত ইসলামে এসব হারাম বলেই জানি।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

CrimSon Masud বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.