নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য বলি বলে আমাকে অনেকে পছন্দ করেন না ...

২৫ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৫

অপ্রিয় সত্য বলি বলে আমাকে অনেকে পছন্দ করেন না।

কিছুদিন আগে এক আড্ডায় দুজন কথা বলছিলেন। প্রসঙ্গ ছিল, কোন ব্যাংকের কোন স্কীমে কোন মেয়াদে অর্থ জমা রাখলে বেশি লাভ পাওয়া যায়?

এদের একজন এক সূত্রে মোটা অংকের অর্থ লাভ করেছেন। বেশি লাভ পেতে তিনি তা কোথায় জমা রাখবেন সে আলোচনা হতেই আলাপের সূত্রপাত।

তাদের দুজনই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধার্মিক মানুষ। একজন কিছুদিন আগে ওমরাহ-ও পালন করে এসেছেন। তাই, তাদের আলাপ শেষে আমি বললাম, 'ইসলামে কিন্তু সুদ খাওয়া হারাম। তাই, যেখানে সবচেয়ে কম সুদ সেখানেই টাকা জমা রাখা ভালো; তাহলে গুনাহ-ও কম হবে। কি বলেন?'

আমার কথা শুনে তাঁদের একজন বললেন, 'আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে মাফ পাওয়া যায়।' অন্যজন মৃদু হেসে প্রসঙ্গান্তর করলেন।

বাস্তবতা হলো, ধর্মের যে অংশটুকু মানতে গেলে স্বার্থে আঘাত লাগে তা আমরা সচেতনভাবেই এড়িয়ে যাই, যে কারণে কোটি কোটি মানুষের এতো নামাজ-রোযার পরও বাংলাদেশ শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশের তালিকা হতে বেরিয়ে আসতে পারছে না।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি সত্যি কথা বলে যান।
অন্যজন পাপ করলে করুক। আপনার কি? তাদের পাপের ভাগ তো আর আপনি নেবেন না।

২| ২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১

ইমরান আশফাক বলেছেন: একমত, বাস্তবতা অস্বীকার করার উপায় নেই।

৩| ২৫ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি অপ্রিয় কথা বলেন; উহাতে সত্যও থাকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.