![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন একটা সময় ছিলো, যখন খুব করে ভাবতাম- জীবন এর অর্থ আর এর উদ্দেশ্য নিয়ে, স্বপ্ন দেখতাম একটি বদলে যাওয়া সমাজের জন্য। আর এখন, এখন আর কোন স্বপ্ন টপ্ন দেখতেই ইচ্ছে করেনা। এখন অধিকাংশ সময় ধরে এই আকর্ষণ কিংবা এই টান বিষয়টিকে নিয়ে ভাবি। এই টানের উৎস কোথায়? যে টানে অথর্বের মত আটকে পড়ে আছি চার দেওয়ালের এক আবদ্ধ কুঠুরিতে। আচ্ছা, একটু বরং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ফিরে দেখি তারা কি বলেন-
মডার্ন থিওরিটিক্যাল ফিজিক্স বলে : পদার্থের ক্ষুদ্রতম অংশ হল পরমাণু। আর পরমাণু কে বিশ্লেষণ করলে দেখা যাবে তার ঠিক মাঝখানে রয়েছে নিউক্লিয়াস্। আর নিউক্লিয়াসের চারপাশে অনবরত ঘুরে চলছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পদ্ধতিটার নাম- থার্মোনিউক্লিয়ার প্রক্রিয়া।
©somewhere in net ltd.