![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737
আবারো মোহাম্মদ জাফর ইকবাল
১.
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি দেওয়ায় কষ্ট পেয়েছেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কম বয়সী ছেলে, এরা কী বুঝে? এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়।'
২.
অধ্যাপক জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, 'শিক্ষকদের উপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কম বয়সী ছেলে, এরা কী বুঝে? ওদেরকে আপনি যা-ই বোঝাবেন, তাই বুঝবে।
৩.
তিনি আরো বলেন, 'যারা তাদের (ছাত্রলীগ নেতাকর্মীদের) ব্যবহার করছে কেউ তাদের কাছে যাচ্ছে না কেন? যারা এই বাচ্চা ছেলেগুলোকে, মিসগাইডেড ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে। এখন তারাই (ছাত্ররা) বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কী দোষ করেছে? কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে তাদের শাস্তি দেন।"
উপরের তিনটি বক্তব্য অনুসারে যা বুঝলাম
১. "ছাত্রলীগের নেতা কর্মীরা বাচ্চা ছেলে।"- এখনো ফিডার খাই।
২. "এত কম বয়সী ছেলে, এরা কী বুঝে।"- হুম এরা কিছুই বুঝে না এরা মাসুম শিশু তাইতো এরা খেলনা পিস্তল দিয়ে মায়ের গর্ভের শিশুকেও গুলি করে।
#যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এরা কিভাবে #বাচ্চা_ছেলে হয়, কম বয়সী হয়.... ভাবতে গেলে তো আমার মাথা উল্টে যাচ্ছে। কলেজে পড়া ছেলেরা বিয়ে করে বাবা হয়ে যাচ্ছে আর বিশ্ববিদ্যালয়ে পড়া এরা মাসুম শিশু!! হাসবো না কি কাদবো?
ছাত্রলীগকে কিভাবে উস্কানী দেওয়া হচ্ছে একবার ভাবুন তো। জাফর ইকবালের কথা গুলো অর্থ দ্বারাই তারা "মাসুম শিশু, ভূল করতেই পারে, তারা ফুলের মতন পবিত্র।"
তিনি আর একটি কথা বলেছেন, "#যারা_ছাত্রলীগ_নেতাকর্মীদের_ব্যবহার_করছে_তাদেরকে_শাস্তি_দিতে_বলেছেন।"
এখন বলি..
ছাত্র+লীগ= ছাত্রলীগ।
ছাত্র= ছাত্রলীগ (এটা অসম্ভব)
একজন ছাত্র সে কখনই ছাত্রলীগ না কিন্তু একজন ছাত্রলীগ নেতা/কর্মী সে ছাত্র + লীগ।
শিক্ষকদের উপর হামলা করলো #ছাত্ররা নাকি #ছাত্রলীগ??
এখানে কথাটি এমন হোওয়া উচিত যে, "#যারা_ছাত্রদেরকে_রাজনিতীতে_অপব্যাবহার_করছে_তাদেরকে_শাস্তি_দিন।"
একজন ছাত্রকে রাজানিতীতে ব্যাবহার করছে #একটি_দলের নেতা এবং তাদের কর্মীরা হতে পারে সেই দলটি লীগ, বিএনপি কিংবা অন্য কোন দল।
ছাত্র শব্দের সাথে যখন লীগ, দল, শিবির আরো অনেক কিছু যুক্ত হয় তখন এই ছাত্রগুলো ছাত্র সমাজ থেকে আলাদা হয়ে একটি আলাদা গোষ্ঠীতে পরিনত হয়।
আর একমাত্র একটি গোষ্ঠীভূক্ত ছাত্ররা ছাড়া অন্য কোন ছাত্রদের দ্বারা শিক্ষদের উপর হামলা করা কখনই সম্ভব হয় না, এটা আমি বিশ্বাস করি না।
ছাত্র এবং ছাত্রলীগ দুটো ভিন্ন বস্তু, এই দুটোকে এক করার মানে হলো, "ছাত্র শব্দটাকে কলুষিত করা।"
জাফর ইকবালে চিন্তা ভাবনটা শুধু ছাত্রদের নিয়ে হলে সেটা জাতির জন্য অনেক মঙ্গলজনক হবে কিন্তু কুদলের অছাত্রদেরকে বাচ্চা ছেলে বলে খারাপ কাজে উৎসাহিত করলে তা জাতির জন্য আরো বেশি হ্মতি ও লজ্জার কারন হবে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
আমি মিন্টু বলেছেন: কিছু কইলেতো আবার কইবেন কয় । বেশি কিছু কইতাম না স্যার যে দুই নায়ের মানুষ তা আর বুঝার কারো বাকী নাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
আমি আবুলের বাপ বলেছেন: ছাত্রলীগ এখন দুগ্ধপোষ্য পশু.............সরি শিশু।