![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন পর্যন্ত পাওয়া খবরে যা শুনলাম- এই কনসার্টে দেশীয় শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে। মাইলস কে স্টেজে উঠতে দেওয়া হয় নাই। বাংলাদেশী শিল্পীদের জন্যে আলাদা গ্রীন রুম রাখা হয়েছে নন এসি। সাউন্ড সিস্টেম আলাদা দেওয়া হয়েছে। স্টেজে উঠে রিহার্সেল করতে দেওয়া হয়নি।
সুত্র - Arif R Hossain
পারফর্ম করার সময় দর্শকদের তালি দিতে কষ্ট হচ্ছিলো...
দুঃখে আইয়ুব বাচ্চু ... বলে ফেললেনঃ
"আপনারা যারা কষ্ট করে বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ ... আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে ... এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই ... হাততালি পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট ... আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ ... Love You Guyz ... আর একটি গান গাইবো কেবল !!"
আমার কিছু কথা ছিল-
টি-২০ বিশ্বকাপের জন্যে কোন উদ্ভোধনী অনুষ্ঠানের নিয়ম আইসিসি'র নেই। বিসিবি'র টাকা পয়সা মনে হয় বেড়ে গেছে তাই নিজ উদ্দ্যোগে একটা কনসার্টের আয়োজন করেছে। নাম দিছে বিসিবি সেলিব্রেশন কনসার্ট। আইচ্ছা যাউজ্ঞা...
বিসিবি'র উদ্দ্যোগে বাংলাদেশের মাটিতে কনসার্ট হচ্ছে। কিন্তু এই কনসার্টের কমিউনিকেশন দেখে বুঝা মুশকিল যে এইটাতে বাংলাদেশের কোন শিল্পীর অংশগ্রহণ আছে।
দেশের মাটিতে স্বাধীনতার মাসে যদি কোন পাকিস্থানী শিল্পীদের আমন্ত্রণ জানানো হইত তাইলে আমাদের চেতনা দাঁড়িয়ে যেত। এবং সেইটাই স্বাভাবিক। কিন্তু কোটি টাকা খরচ করে ভারত থেকে আমদানী করা শিল্পীরা সেই কখন থেকে কি হিন্দিতে বলে যাচ্ছে কিছুই বুঝতেছিনা... আমাদের আম জনতার দেখি চেতনাও দাড়াইতেছেনা।। আইসিসি আয়োজিত কোন উদ্ভোধনী প্রোগ্রাম নয় তাও দেখলাম উদ্ভোধনী অনুষ্ঠানের সময় শরীরে বাঘ নিয়ে ঘুরা বাংলাদেশের ওই ব্যাক্তিটির হাতে বাংলাদেশের পতাকার সাথে গায়ে ভারতের পতাকা অঙ্কিত ও হাতে ভারতের পতাকা নিয়ে ঘুরা এক ব্যাক্তিও পত পত করে উড়াচ্ছেন। একবার চিন্তা করুন বাংলাদেশের পতাকার সাথে যদি পাকিস্থানী পতাকা উড়ত তাহলে আমাদের চেতনা তো তৎক্ষনাত দাঁড়িয়ে যেত এবং সেইটাই স্বাভাবিক।
অনেকে বলে ভারত যেইখানে আসে সেইখানে পাকিস্থানকে টানেন কেন। জি ভাই, ভারত যেইখানে আসবে অটোমেটিক সেইখানে পাকিস্থানের প্রসংগ আসবেই। কারন ছোট থেকে এই ধারাই শিখে আসছি... এবং যারা পাকিস্থানের বেলায় উচ্চকণ্ঠ থাকেন কিন্তু ভারতের বেলায় দাশসুলভ আচরণ করেন তারা দালাল। দুই পক্ষের বেলায়ই আমাদের উচ্চকন্ঠ থাকতে হবে।।
দেখলাম অদিত নারায়ন গান গাইছে......
যদ্দুর জানি উনি আব্দুল হাদী, সুবীর নন্দীদের সাথের শিল্পী। তাইলে নারায়ন সাহেবের হিন্দিতে গাওয়া ওই গানটার চেয়ে আব্দুল জাব্বারের তুনি দেখেছ কভু জীবনের পরাজয়... গানটা কি ভাল হত না??? এখন দেখি জিয়া রে জিয়া...... জিয়া রে জিয়া চলতেছে। মনে হচ্ছে ইন্ডিয়ার কোন অংশে এই অনুষ্ঠান হচ্ছে।।
আর এই প্রথম দেখলাম কোন গানের কনসার্টে কোন প্রধানমন্ত্রী ভাষন দিয়েছেন!!! গত বিদেশ মন্ত্রীর মত যেখানে সেখানে না গিয়ে দেশের যে আরো বহু কাজ পড়ে আছে তার দিকে নজর দেওয়া উচিত।
২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৯
গারো হিল বলেছেন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ... খবর পাওয়া গেলো, বাংলাদেশের শিল্পীদের যথেষ্ট অবজ্ঞা করা হচ্ছে ... তাদের জন্য সাধারণ গ্রীন রুম রাখা ... স্টেজে মাইলসকে উঠতে দেয়া হয় নাই ... এই উদ্বোধনী অনুষ্ঠানের মেইন পোস্টারেই কোন বাংলাদেশী শিল্পীর ছবি নাই ... বিদেশীদের পা চাটা আয়োজকদের দ্বারা এইটাই সম্ভব !! সবচেয়ে আশ্চর্য হলাম, দর্শকদের আচরণে ... মানুষটার নাম আইয়ুব বাচ্চু ... নামটুকুই যথেষ্ট ... আর কিছু বলা লাগে না ... এই মানুষটা স্টেজে গান গাইতে উঠলেন ... দর্শকদের সাড়া নেই ... তাদের তালি দিতে কষ্ট হচ্ছিলো অনেক ... আর পারলেন না আইয়ুব বাচ্চু ... বলে ফেললেনঃ "আপনারা যারা কষ্ট করে বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ ... আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে ... এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই ... হাততালি পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট ... আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ ... Love You Guyz ... আর একটি গান গাইবো কেবল !!" আচ্ছা, একটা মানুষ কতটা কষ্ট পাইলে এই কথাগুলা বলতে পারে ?? আচ্ছা একটা দেশের দর্শক কতটা নির্লজ্জ হইলে দেশের একজন কিংবদন্তী শিল্পীর সাথে এরকম আচরণ করতে পারে ?? আমি শুনতে পেলাম, এ আর রহমান এর নাম শুনতেই তাদের তালি আর চিল্লাপাল্লা ... একটু পর AKON আসবে, আবার দর্শক চিল্লাবে, তালি দিবে ... AKON গানের সুরে বলবেঃ "I WANNA FUCK YOU ... FUCK YOU" সবার অনেক ভাল লাগবে !! ... ... ... হায় দর্শক, এই দেশে থেকে, এই দেশে খেয়ে, এই দেশটাকে, দেশের শিল্পীদেরকেই সম্মান করতে পারো না ... নিজের মা এর সাথে দুর্ব্যবহার করে অতিথির সাথে হাসিমুখে কথা বলা ... তোমরাই পারো ... ছি !! ... ... ... আইয়ুব বাচ্চু, আমাদের ক্ষমা করবেন ... ঐ স্টেজের কিছু মানুষ দিয়েই পুরা দেশটা না ... স্টেজের বাইরে লক্ষ লক্ষ মানুষ এখনো গুন গুন করেঃ "বোঝে না, কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে !!" বাচ্চু ভাই, আমরা চিনি ... দেশের অনেকগুলা মানুষ চেনে ... চেনার মত করেই চেনে ... দেশের অনেকগুলা মানুষ দেশের ডালভাত চেনে ... শুধু কিছু মানুষ দেশের ডালভাতের প্লেটে লাথি মেরে বিদেশের হটডগ চেনে ... তাদের জন্য করুণা !! আপনার জন্য ভালোবাসা ... দেশের সবগুলা শিল্পীর জন্য ভালোবাসা !!" বাংলাদেশ
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭
রহস্যপূর্ন ভবঘুরে বলেছেন: গারো হিল, মন্তব্যের জন্যে ধন্যবাদ।
কিন্তু মন্তব্যের এই লেখাটার আসল মালিকের ( https://www.facebook.com/ash.ashique?fref=ts )
নামটা যদি মেনশন করতেন তাহলে আপনার মর্যাদা কমত না।।
৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের মাটিতে স্বাধীনতার মাসে যদি কোন পাকিস্থানী শিল্পীদের আমন্ত্রণ জানানো হইত তাইলে আমাদের চেতনা দাঁড়িয়ে যেত। এবং সেইটাই স্বাভাবিক। কিন্তু কোটি টাকা খরচ করে ভারত থেকে আমদানী করা শিল্পীরা সেই কখন থেকে কি হিন্দিতে বলে যাচ্ছে কিছুই বুঝতেছিনা... আমাদের আম জনতার দেখি চেতনাও দাড়াইতেছেনা।। আইসিসি আয়োজিত কোন উদ্ভোধনী প্রোগ্রাম নয় তাও দেখলাম উদ্ভোধনী অনুষ্ঠানের সময় শরীরে বাঘ নিয়ে ঘুরা বাংলাদেশের ওই ব্যাক্তিটির হাতে বাংলাদেশের পতাকার সাথে গায়ে ভারতের পতাকা অঙ্কিত ও হাতে ভারতের পতাকা নিয়ে ঘুরা এক ব্যাক্তিও পত পত করে উড়াচ্ছেন।
এমন আত্ম মর্যাদাহীন সরকার বাংলাদেশ আর দেখেনি!
নিজের দেশের গুনিদের অসম্মান করে এ কেমন ভারত প্রীতি!!!!
ছি:
৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭
গন্ধহীন দুর্গন্ধ বলেছেন: আমরা কি কোনদিন মাথা তুলে দাড়াতে পারবোনা????? বিসিবি কুত্তার লেজ।
৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫
মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: বিদেশের কুকুর পূজি
দেশের ঠাকুর ফেলিয়া
৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
ডা আলী বলেছেন: Miles uthte pareni because of Ayub bacchu here is what miles posted in facebook
Click This Link
৭| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
বিখ্যাত লোক বলেছেন: আমাদের রকস্টার গিটার হাতে আর বিদেশী নেড়ী কুকুরগুলো যদি একসাথে স্টেজে পারর্ফম করতে উঠতো তাহলে আই এ্যাম শিওর নেড়ী কুত্তাগুলো রকস্টারের গিটারের ঝড়ে উড়ে যেতো।
৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪
সুমন কর বলেছেন: এ আর রহমান নিজেই প্রথমে ইংলিশ গানের সুর নকল করে, তামিলে নাম পায়। পরে আবার একই গান হিন্দিতে করে নামে আসে। পরে আস্তে আস্তে মৌলিকে আসে। তারপরেও একই ডঙ্গে, সুর করা আর মিউজিক দেয়া।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৬
বোধহীন স্বপ্ন বলেছেন: "চেতনা দাড়াইতাছে না" কথাটা ভুল বললেন। সবাই এটার প্রতিবাদ করছে। কিন্তু যাদের জন্য প্রতিবাদ তারা শুনলে তো....