নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যপূর্ন ভবঘুরে

লিখতে হয় তাই লিখছি। বিবেক প্রস্ফুটিত হোক, শৃংখলে আবদ্ধ নয়।

রহস্যপূর্ন ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন শ্রীলংকা। অভিনন্দন জয়াবর্ধনে। অভিনন্দন সাঙ্গাকারা।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮

ওয়ার্ল্ড কাপ ফাইনাল ২০০৭:



ব্রিজটাউন, কেনসিংটন ওভালের ফাইনালে এক গিলক্রিস্ট আর বৃষ্টির কাছে হেরে ১৯৯৬ এর পুনরাবৃত্তি করতে ব্যার্থ শ্রীলংকা। মাথা নত করে মাঠ ছড়ল মুরালি, মাহেলা, সাঙ্গাকারারা।



ওয়ার্ন্ড টি-২০ ফাইনাল ২০০৯:



ক্রিকেট তীর্থ লর্ডসে কুমার সাঙ্গাকারার ৬৪ রানের ইনিংস হেরে গেল শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ের কাছে। আবার একটি বিশ্ব আসরের ফাইনাল থেকে খালি হাতে ফিরল শ্রীলংকা।



ওয়ার্ন্ড কাপ ফাইনাল ২০১১:



মুম্বাইয়ের ওয়াংখোড়েতে জয়াবর্ধনের ১০৩ আর সাঙ্গাকারার ৪৮ রান হেরে গেল গাম্ভীর আর মহেন্দ্র ধোনির নব্বইয়ের ঘরের দুই ইনিংসে। ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ঘরের মাঠে জিতলেন ক্যারিয়ার আরাধ্য বিশ্বকাপ। শচীনের বিশ্বকাপ পাওয়া না হলে ক্রিকেটই যেন লজ্জা পায়। আর সেই লজ্জা মোচনের জন্যে আবারও মলিন মুখে শ্রীলংকার কপালে রানার্সআপের তকমা।



ওয়ার্ন্ড টি-২০ ফাইনাল ২০১২:



ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসায় ক্যারিবিয়ানদের করা ১৩৭ রান টপকাতে গিয়ে ১০১ রানে অলআউট শ্রীলংকা। অথচ কী ধারাবাহিক ভাবে আইসিসি আয়োজিত পরপর বিশ্ব আসর গুলোতে ফাইনালে উঠেছে তারা। কুফা যেন কাটছেই না। ১৯৯৬ এর নায়করা দেখে গেলেন তাদের অনুজরা কিভাবে ব্যার্থ হচ্ছে ফাইনাল জিততে।



ওয়ার্ন্ড টি-২০ ফাইনাল ২০১৪:



বাংলাদেশের সাথে দ্বীপক্ষীয় সিরিজে একটা টেস্ট ড্র ছাড়া আর সব কয়টিতেই জিতেছে শ্রীলংকা। ধারাবাহিকতার প্রতিমুর্তি হয়ে উঠা শ্রীলংকা জিতল এশিয়া কাপও। এরপর ওয়ার্ন্ড টি-২০তে ইংল্যান্ডের সাথে গ্রুপ পর্বে হেলসের অতিমানবীয় ব্যাটিয়ে ঐ একটি ম্যাচই হেরেছিল তারা। অবশেষে মিরপুর শেরে বাংলায় ৬ই এপ্রিলের ফাইনালে দীর্ঘ ফাইনাল কুফা কাটাল শ্রীলংকা। সাঙ্গাকারার শেষ টি-২০ ম্যাচে তার ফিফটিতে ভারতের ১৩০ রান সহজেই টপকে লংকানরা অবসান ঘটাল দীর্ঘ ১৮ বছরের বিশ্বকাপ খরার।



অভিনন্দন শ্রীলংকা। অভিনন্দন জয়াবর্ধনে। অভিনন্দন সাঙ্গাকারা।

টি-২০ শুধুমাত্র মারকাটারি ব্যাটিংয়ের খেলা নয়। শৈল্পিক, ব্যাকারণীয় দৃষ্টিনন্দন শটে, ব্যাটের আলতো ছোঁয়ায় কিভাবে চার ছক্কা মারা যায় তা এই দুই লিজেন্ড থেকেই দেখতে পেয়েছি। আন্তর্জাতিক টি-২০ তোমাদের মিস করবে খুব।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.