নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যপূর্ন ভবঘুরে

লিখতে হয় তাই লিখছি। বিবেক প্রস্ফুটিত হোক, শৃংখলে আবদ্ধ নয়।

রহস্যপূর্ন ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

যাযাবরের অনুকাব্য

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫২

...এখন আমি আর অবাক হই না, তাকিয়ে থাকি স্থির দেয়ালে।
এখন আমি আর অনুভব করি না কষ্টের মিষ্টি ব্যাথা।
নিঃশেষ হয়ে যাচ্ছে দেহের নিউরন

মস্তিষ্কের কোষগুলো মরে যাচ্ছে দিনদিন
যখন দেখি তোমাদের কীর্তি চির অমলিন।
নিঃশেষ হয়ে যাচ্ছে দেশটা...

গণতান্ত্রিক রূপকথা সাইনবোর্ড হয়ে ঝুলে আছে ৪৩ বছর!
শকুনের থাবায় বিচ্ছিন্ন এই বদ্বীপ,
BACKSPACE চেপে দিয়ে মুছে দিয়েছি এর পরের লাইন।
৫৭ ধারা চোখ রাঙ্গায় তাই আর কি করতাম!!!?
ওরে ও ভাঙ রে তালা...

যখন স্বাধীনতা লোহার শিকলে বন্দী....
মুক্তিকামী তোমরা ছিলে ঘরের মায়ায় বন্ধী।
আহা! স্বাধীনতা!

যখন মানবতার পিঠ ঠেকেছিল দেয়ালে...
তখন তোমরা আন্দোলনে ব্যাস্ত ছিলে ফেসবুকের ওয়ালে!!!
তোমরা জানো কি তোমাদের নিয়ে মুচকি হাসে ঐ ৩০ লক্ষ শহীদ?
এই পতাকার সম্ভ্রম লুটে বানিয়েছ এক আজব স্বদেশ!!!


যাযাবরের অনুকাব্য ৩
রাত ১ঃ৫১
১১/১২/২০১৪

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২০

উদাস কিশোর বলেছেন: দারুণ লিখেছেন

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

কল্পতরু তেপান্তর বলেছেন: অনেক সুন্দর হয়েছে কিন্তু অনুকাব্য না হয়ে তো কাব্য হয়েছে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

আলম দীপ্র বলেছেন: বাহ ! অনুকাব্য নামের কাব্য ভালো লেগেছে !

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.