![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ২ঃ৩৮
বঙ্গবন্ধুর ভাষন ভেসে আসছে তরঙ্গ কাঁপিয়ে
ঘুমের জগতে নগরীর পোকামাকড়রা,
তন্দ্রাগ্রস্থ চোখে কি-বোর্ড চাপছি আমিও।।
দিনভর জীবনের আয়োজন শেষে স্বভাবতই
ঘুমিয়ে গেছে জনতা এবং অনেকেই তন্দ্রাগ্রস্থ।
মানসপটে ভেসে উঠে প্রতীকী চিত্র!
আমরা ঘুমিয়েছি ঘুমানোর প্রয়োজনে
এবং ঘুমিয়েছি নিজেদের ইতিহাস ভুলে।
এই ঘুম কেড়ে নিবে আমাদের সবকিছু
তাই যদি জেগে থাক কেউ তবে দিও ডেকে আমাদের।।
আমরা ঘুমাতে চাই না যেমনি ঘুমিয়ে গেছে ঐ ডলফিনটা
তাজা রক্ত বহমান আছে, প্রেরনায় ঐ একাত্তরটা।।
------------------------------------------------------
প্রথম প্রহর
১৬ই ডিসেম্বর ২০১৪
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।