নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যপূর্ন ভবঘুরে

লিখতে হয় তাই লিখছি। বিবেক প্রস্ফুটিত হোক, শৃংখলে আবদ্ধ নয়।

রহস্যপূর্ন ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

কমেডি সেন্ট্রাল

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১

Comedy Central চ্যানেলে একটা শো হয়, Penn & Teller: Fool Us নামে। উপস্থাপক জোনাথন রোজ। আমার খুবই প্রিয় একটা শো। এইখানে Penn and Teller বিচারক। মুলত এইটা একটা জাদুর প্রতিযোগীতা। যেখানে হাজারো দর্শকের সামনে জাদুকররা তাদের কৌশলী পার্ফরম্যান্স দিয়ে Penn and Teller'কে বোকা বানান।। দেখা যায় প্রত্যেকটা পার্ফরম্যান্স এমনই দুর্দান্ত যে Penn and Teller প্রত্যেকবারই বোকা বনে যান।।
আমাদের দেশটারে বর্তমানে রাজনীতিবিদরা পুরোটাই কমেডি সেন্ট্রাল বানিয়ে ফেলেছেন। এই চ্যানেলে প্রচুর কমেডি শো হয় বিভিন্ন নামে। এইখানে বিচারক আমরা জনগণ। দর্শকও আমরা জনগণ। পার্ফরমার হইল রাজনীতিবিদরা। (যদিও ৫ বছর পর পর বিচারক পদটা এখন হুমকির মুখে)
রাজনীতিবিদরা ভাবে তাদের প্রতিনিয়ত পার্ফরম্যান্সে আমরা বিচারক জনগণ ও দর্শকরা বোকা হই। মুগ্ধ হই। হাততালি দেই। তারা ভাবে তাদের ট্রিকস আমরা ধরতে পারি না।
কিন্তু আমরা Penn and Teller নই। ঐ শোতে উপস্থিত হাজারো দর্শকের মত আমরা বোকা হই না।। আমরা প্রতিনিয়ত এই শো দেখি। আলোচনা করি। তারপর ভুলে যাই। আবার নতুন নতুন শো শুরু হয়, আমরা আবার দেখি, আলোচনা করি, তারপর ভুলে যাই। আমরা নিজেরা বোকা না হলেও রাজনীতিবিদদের সঠিক প্রমানে আমরা চুপ থাকি। এইখানে আমাদের অধিকার ভুলুন্ঠিত হয় প্রতিনিয়ত। আমরা তাও ওদের প্রভু মেনে দাসত্ব করি।
অথছ আমাদের ছিল, ৫২, ২১, ৭১, ২৬, ১৬ এর মতো প্রেরনাদায়ী উজ্জ্বল ইতিহাস! এগুলো নিছকই কোন সংখ্যা ছিল না। কিন্তু আমাদের কাছে এখন এগুলো বাধ্য হয়ে এক দিনের উৎসব পালন।। আমাদের এপিটাফ লিখছেন হয়তো কেউ......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২২

ঢাকাইয়া০০৭ বলেছেন: Comedy Central কমেডি হলেও আমাদেরটা কিন্তু কমেডি নয়, নির্মম ট্রাজেডি।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

রহস্যপূর্ন ভবঘুরে বলেছেন: রাজনীতিবিদদের কাছে কমেডি।। ওইটার ফলাফল জনগণ দেয় নির্মম ট্রাজেডিতে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.