নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যপূর্ন ভবঘুরে

লিখতে হয় তাই লিখছি। বিবেক প্রস্ফুটিত হোক, শৃংখলে আবদ্ধ নয়।

রহস্যপূর্ন ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

জৈনেক লোকের পজেটিভ চিন্তা...

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

জৈনেক লোকের পজেটিভ চিন্তা...
ক্যাটাগরিঃ স্যাটায়ার।।
জীবিত, মৃত, অর্ধমৃত, বিবাহিত কারো সাথে মিলাবেন না।

খবরঃ # মোটর সাইকেলে চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ।

- ঠিক কাম হইছে।
পুলাপাইন পড়াশুনা বাদ দিয়া মোটর সাইকেলে মাইয়া লইয়া ঘুইড়া বেড়ায়। এইটা বেয়াদপি! আর সরকার মারাত্তক পরিবেশ বান্ধব! মোটর সাইকেল দিয়া ধুয়া বাইর হয়। :D এই ধুয়া পরিবেশের ক্ষতি করে। চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ হইলে আস্তে আস্তে মোটর সাইকেলের ব্যাবহার কমে যাবে। আর পরিবেশ থাকবে দূষণমুক্ত। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা এইখানে টাইনা আনবেন না, তাইলে আপনি ভোটাধিকার চাইলে যুদ্ধাপরাধীর বিচার বানচালের মত অভিযোগে অভিযুক্ত হবেন।। ওভার এন্ড আউট! নেক্সট প্লিজ...

খবরঃ # ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন, ও মাইপিপল বন্ধ করেছে সরকার।

- উচিত কাম হইছে!
পুলাপাইন সস্তায় জিনিস পাইয়া সারাদিন স্মার্টফোন টিপাটিপি করে। তরুণ প্রজন্মের জন্যে এগুলা মারাত্তক হুমকি। তবে পর্নসাইট বন্ধ হয় না ক্যারে??? আরে ব্যাটা, স্মার্ট হইতে হইলে চিঠি লেখ। প্রতিভা দেখাও। বাঙ্গা বাঙ্গা হাতে চিঠি লেখ। মনে রাখবা, রবীন্দ্রনাথ, নজরুল কিন্তু এগুলা ব্যাবহার করেন নাই। আর পড়াশুনা না কইরা এইসব অ্যাপস সারাদিন ব্যাবহার করলে এ প্লাস পাইব কে??? যাও পড়তে বস!!!

খবরঃ # নিরাপত্তার জন্যে ১৩ টি বালু আর ইটের ট্রাক।

- হ ঠিক আছে তো! আমাদের তো বালু আর ইট নিরাপত্তা দেয়। যে বিল্ডিয়ে থাকেন সেই বিল্ডিং তৈরী হয় কি দিয়া? হুম? ইটের উপর ইট, মাঝে থাকে বালু। এখন তুমি বল, এগুলা কার খালু??? খালু কার এইটা দিয়া কাম নাই। সিমেন্ট আর রডের অর্ডার দিতে দেরী হইছে। তাই এগুলা এখনও দেখ নাই। সামনে দেখবা।। মুর্খ জনগণ! মাথা খাটাও।।

খবরঃ # হরতাল অবরোধে ২৭ জন নিহত। মানুষ পুড়ে ছাই হচ্ছে প্রতিদিন।

-মানুষ ঘর থেকে না বাইর হইলেই হয়!
গণতন্ত্রের জন্যে ২৭টা সংখ্যা খুব কম। যত বড় সংখ্যা, তত বড় গনতন্ত্র! আর কেউ ওদের পোড়ায় নাই। সব মিডিয়ার......। উপর থেকে ককটেল আর পেট্রোল বোমা পড়ে আর মানুষ পোড়ে। তদন্তে আমরা শিগগিরই মহাকাশে রকেট উৎক্ষেপণ করব। জানেনইতো নাসার সাথে চুক্তি সই হয়ে গেছে!!!

খবরঃ # ১ টাকা ও দুই টাকার নোট, কয়েন থাকবে না।।

এখন কি আর ১ টাকায় আট মন চাল পাওয়া যায়? তাইলে এক টাকা দিয়া কি কাম? আর দুই টাকার নোট বিশ্বের সবচেয়ে সোন্দর নোট হইলে কি হইছে, আমরা পাঁচ টাকাকে এর স্থলাভিষিক্ত করব। যেসব জিনিস ১ টাকা ২ টাকায় পাওয়া যায় সেগুলা পাকি মাল। বয়কট দেম! মুক্তবাজার অর্থনীতিতে এগুলার বেইল নাই। আর যাহারা পাঁচের নামতা পারেন না অতি দ্রুত নামতা শেখার জন্যে আহ্বান করা যাইতেছে। সব বোগাস! রাবিশ!

--শেষ খবর পাওয়া পর্যন্ত জৈনেক লোক পজেটিভ চিন্তা করছিলেন।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

মুকতোআকাশ বলেছেন: ভালো হইছে! শাবাশ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.