নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতীত ও ভবিষ্যতের সেতুবন্ধন তৈরী করে বই।সেই বই যত্নের সাথে প্রকাশের পর লেখক ও পাঠকের যোগসূত্র করি।

দাঁড়িকমা প্রকাশনী

বই বর্তমান সময়কে অতীত ও ভবিষ্যৎ এ সেতুবন্ধন তৈরী করে। একটা ভালো বই প্রকাশ করে লেখকের স্বপ্ন পূরণের মাধ্যমে পাঠকের হাতে তুলে দিতে দাঁড়িকমা প্রকাশনীর জন্ম। বাংলাদেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামে ২০১২ সালে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মো. আবদুল হাকিম কর্তৃক যাত্রা শুরু করে। ২০২০ সালের বইমেলা পর্যন্ত দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশিত গ্রন্থসংখ্যা চার শতাধিক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বে আকুণ্ঠ শ্রদ্ধাশীল প্রকাশনা সংস্থাটি নতুন লেখকের বই প্রকাশনার পাশাপাশি চিরায়ত বই ও সময়ের প্রথিতযশা লেখকের বই প্রকাশ করে আসছে।

দাঁড়িকমা প্রকাশনী › বিস্তারিত পোস্টঃ

অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আকবর শাহ

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:২১

আকবর শাহের মাতৃভক্তি অত্যন্ত প্রবল ছিল। এমন-কি, এক সময়ে যখন তাঁহার মা পালকি চড়িয়া লাহোর হইতে আগ্রায় যাইতেছিলেন, তখন আকবর এবং তাঁহার দেখাদেখি অন্যান্য বড়ো বড়ো ওমরাওগণ নিজের কাঁধে পালকি লইয়া তাঁহাকে নদী পার করিয়াছিলেন।
সম্রাটের মা সম্রাটকে যাহা বলিতেন, তিনি তাহাই পালন করিতেন। কেবল আকবর শাহ মায়ের একটি আজ্ঞা পালন করেন নাই। সম্রাটের মা সংবাদ পাইয়াছিলেন যে,পর্তুগিজ নাবিকগণ একটি মুসলমান জাহাজ লুঠ করিয়া একখণ্ড কোরান গ্রন্থ পাইয়াছিলেন, তাহারা সেই গ্রন্থ একটি কুকুরের গলায় বাঁধিয়া বাজনা বাজাইয়া অর্মজ শহর প্রদক্ষিণ করিয়াছিল।এই সংবাদে ক্রুদ্ধ হইয়া সম্রাটমাতা আকবরকে অনুরোধ করিয়াছিলেন যে, একখণ্ড বাইবেল গাধার গলায় বাঁধিয়া আগ্রা শহর ঘোরানো হউক।
সম্রাট তাহার উত্তরে বলিয়াছিলেন, কোনো ধর্মের প্রতি ঘৃণা প্রদশন করিলে ঈশ্বরের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়। আমি একখানা নিরীহ গ্রন্থের উপর দিয়া প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করিতে পারিব না।

সম্রাট আকবর(১৫৫৬-১৬০৫)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.