নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতীত ও ভবিষ্যতের সেতুবন্ধন তৈরী করে বই।সেই বই যত্নের সাথে প্রকাশের পর লেখক ও পাঠকের যোগসূত্র করি।

দাঁড়িকমা প্রকাশনী

বই বর্তমান সময়কে অতীত ও ভবিষ্যৎ এ সেতুবন্ধন তৈরী করে। একটা ভালো বই প্রকাশ করে লেখকের স্বপ্ন পূরণের মাধ্যমে পাঠকের হাতে তুলে দিতে দাঁড়িকমা প্রকাশনীর জন্ম। বাংলাদেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামে ২০১২ সালে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মো. আবদুল হাকিম কর্তৃক যাত্রা শুরু করে। ২০২০ সালের বইমেলা পর্যন্ত দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশিত গ্রন্থসংখ্যা চার শতাধিক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বে আকুণ্ঠ শ্রদ্ধাশীল প্রকাশনা সংস্থাটি নতুন লেখকের বই প্রকাশনার পাশাপাশি চিরায়ত বই ও সময়ের প্রথিতযশা লেখকের বই প্রকাশ করে আসছে।

দাঁড়িকমা প্রকাশনী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব বই দিবস সফল হোক। ভালো বই গাছের মতো শাখা প্রশাখা বিস্তার করুক মানব মনে।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭


আজ বিশ্ব বই দিবস। মনিষীদের মতে নীচের দশটি কারণে প্রতিটি মানুষেরই নিয়মিত বই পড়া দরকার-
১) মানসিক উদ্দীপনা বাড়াতে-স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারেনা।
২) স্ট্রেস কমানো- খুবই মানসিক চিন্তায় আছেন। সুন্দর একটি বই পড়া শুরু করুন। দেখবেন অবসাদ কমে যাচ্ছে।
৩)জ্ঞান বাড়াতে- কথা একটাই বই হলো জ্ঞানের ভাণ্ডার।
৪) শব্দভান্ডার বিস্তার- একমাত্র বই পড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দভাণ্ডারে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।
৫)স্মৃতি উন্নয়ন-বই আপনার স্মরণশক্তি বাড়াতে দারুন এক কার্যকরী ভূমিকা রাখে।
৬) বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা- বই পড়ার মাধ্যমে আপনার যেকোনো একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পায়।
৭)চিন্তার উৎকর্ষতা - শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তা না। ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে।
৮)ভাল লেখার ক্ষমতা- বই পড়লে শুদ্ধ করে, সুন্দর শব্দ চয়নে লিখার ক্ষমতা বৃদ্ধি পায়।
৯)প্রশান্তি- মানসিক প্রশান্তি বাড়াতে বই এর চেয়ে ভালো আর কিছুই হতে পারেনা।
১০) বিনোদন-নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান। নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরী করতে চান। তবে বই, বই আর বই।
আজ বিশ্ব বই দিবসে বইয়ের সাথে সম্পৃক্ত সবাইকে বিশ্ববই দিবসের শুভেচ্ছা। বই পড়ি, জীবন গড়ি।

(সংগ্রহ)

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোস্ট

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: তথ্যগুলো বেশ সুন্দর।ভাললাগলো।

৩| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যদি আশ্বাস দেন তবে একটা উপন্যাস লিখতে পারি। তবে আমি সব রকমের লেখাই লিখতে পারি। আপনি সগযোগীতা করলে হয়ত আমি পরিশ্রম করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.