![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই বর্তমান সময়কে অতীত ও ভবিষ্যৎ এ সেতুবন্ধন তৈরী করে। একটা ভালো বই প্রকাশ করে লেখকের স্বপ্ন পূরণের মাধ্যমে পাঠকের হাতে তুলে দিতে দাঁড়িকমা প্রকাশনীর জন্ম। বাংলাদেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামে ২০১২ সালে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মো. আবদুল হাকিম কর্তৃক যাত্রা শুরু করে। ২০২০ সালের বইমেলা পর্যন্ত দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশিত গ্রন্থসংখ্যা চার শতাধিক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বে আকুণ্ঠ শ্রদ্ধাশীল প্রকাশনা সংস্থাটি নতুন লেখকের বই প্রকাশনার পাশাপাশি চিরায়ত বই ও সময়ের প্রথিতযশা লেখকের বই প্রকাশ করে আসছে।
বইেপ্রমী বন্ধুরা, সুখবর...
মাত্র দশ টাকায় (মুদ্রিত মূল্য ১৬০+) ঘরে বসে বই পাচ্ছেন। বইয়ের ধরন গল্প/উপন্যাস/নন-ফিকশন। আপনি যদি সত্যিই বই পড়ুয়া হোন বা নতুন নতুন বই পড়তে ইচ্ছুক বা নতুনভাবে বই পড়তে আগ্রহী হোন, তাহলে আপনিও ঘরে বসে এই সুযোগ পাচ্ছেন।
প্রথম মাসে মাত্র ৫০ জনকে এই সুযোগ দেওয়া হবে। কিছু সংক্ষিপ্ত প্রশ্নের (আপনার বই পড়ার অভিজ্ঞতা-বিষয়ক) উত্তর দিয়ে আপনিও আবেদন করতে পারবেন।
* দশ টাকা আগে পাঠাতে হবে না, বই হাতে পেয়ে পাঠাবেন।
* কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে না।
{ প্রকাশনার দীর্ঘ সাত বছরে আমাদের প্রকাশিত অনেক বই রয়েছে, যে বইগুলো গুণগত মান অনেক ভালো। আমরা চাচ্ছি, একজন পাঠক বইগুলো পড়ুক, অফিসে বা গুদামে বই পড়ে না থেকে পাঠকের টেবিলে বইগুলোর স্থান যেন হয়। }
আবেদনপত্রের লিংক—
ক্লিক করুন
[বি.দ্র. আপনার বইপোকা বন্ধুকে ম্যানশন করতে পারেন। এটা কোনও প্রতিযোগিতা নয়, সবার অংশগ্রহণে ভালো কিছু হবে।]
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫২
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা থাকবে, সবার কাছে বই পৌঁছানো
২| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অংশগ্রহণ করলাম, দেখি ভাগ্যবাদন ৫০ জনের মধ্য থাকি কিনা।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫২
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ধন্যবাদ। ইনশাআল্লাহু
৩| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ ..। দারুন ব্যাপার তো
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ধন্যবাদ আপু
৪| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০১
চাঁদগাজী বলেছেন:
বইয়ের সাথে ১০ টাকা যদি পাঠান, তা'হলে চেষ্টা করার কথা ভেবে দেখতে পারি।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৫
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: আপনিই একমাত্র ব্যতিক্রম। হাজারে একজন এরকম না থাকলে কি হয়? আমরা চেষ্টা করবো, আপনার অনুরোধ রাখতে।
৬| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৬
নেওয়াজ আলি বলেছেন: ভালো উদ্যোগ
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৫
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫
কামরুননাহার কলি বলেছেন: ফর্ম পূরণ করে দিলাম। আর দাঁড়িকমা গ্রুপ সম্পের্কে আমার একটু জানতে ইচ্ছে করে।
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৮
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: https://www.facebook.com/darikomaprokasoni/ এটা আমাদের অফিসিয়াল পেইজ। আপনি কানেক্টেড থাকতে পারেন আপু
৮| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার আয়োজন
গাজীসাবের জন্য একটা বই!!
২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৮
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: আপনাকে ধন্যবাদ
৯| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই
আমি এন্টি করেছি।
১০| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৬
রুরু বলেছেন: ফরম পূরণ দিলাম। আর আশায় রইলাম।
১১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৬
রাকু হাসান বলেছেন:
ভাল কৌশল কাজ হবে আশা করি।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ফরম পূরণ করলাম। কুরিয়ারের অপেক্ষায়!