নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক আমি,অভিমানী আমি, দ্রোহী আমি। চলে মুসাফির গাহি, এ জীবনে তার ব্যথা আছে শুধু, ব্যথার দোসর নাহি।

সুদীপ্ত দেব

মানুষ।

সুদীপ্ত দেব › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ প্রকৃতি

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৩

আমরা সকলেই প্রকৃতির সন্তান।এই প্রকৃতির মাঝেই আমাদের বেড়ে ওঠা।আমরা যতই প্রকৃতির কাছাকাছি থাকবো,যতটা প্রকৃতিকে আপন করে রাখবো, প্রকৃতির সুন্দর দিক গুলো আমাদের জীবনের মাঝে ফুটে উঠবে বেশি বেশি করে।তাইতো আমরা মানুষের সৌন্দর্য বোঝাতে সম্বোধন করি মাটির মানুষ,মন জলের মত পরিষ্কার, হাসি ঝর্ণার মত,শৌর্য সূর্যের মত ইত্যাদি। স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি এই প্রকৃতি।আমার বিশ্বাস, যে যত বেশি প্রকৃতিকে অনুধাবন করবে সে তত বেশি পরমকে বুঝতে পারে।

(১)কুল কুল শব্দে বয়ে চলা শান্ত নদী,নদীর পাড়ের কাশবন,গা জুড়ানো হাওয়া,সে হাওয়ার সাথে কাশফুলের নৃত্য।নদীর বুক চিরে বয়ে চলা নৌকা।নৌকো থেকে ভেসে আসা অস্পষ্ট সুরের মাঝির গুনগুন। সাথে বৈঠা বাওয়ার শব্দ।ঝোপের পাশের আম গাছ থেকে নাম না জানা পাখির কলতান।এর মাঝে বিসন্ন আকাশে ভানুকরের বিদায়, সন্ধ্যা নামা,আর গোধূলির শেষ আলোয় মেঠোপথ ধরে গরুর পাল নিয়ে রাখালের ঘরে ফেরা।

(২)কোন এক গ্রীষ্মের দুপুরে শাপলা ফোঁটা পুকুরের পাড়ে যেখানে দূর থেকে ভেসে আসে বাঁশির সুর।ঘাস ফড়িং এর উড়ে বেড়ানো, বকের ধ্যান আর মাছরাঙার ঝাপিয়ে পড়া।

(৩)পাহাড়ের উপরে মেঘের ভেলার মাঝে হারিয়ে যাওয়া,যেখানে নীচে রূপালী ফিতের মত বয়ে চলা নদী,যত দূর চোখ যায় পাহাড়ের সবুজ আর সবুজ তার মাঝে একটা দুটো গ্রাম,আরো দূরে সাগর আর দ্বীপ। এর মাঝে চারপাশ ঝাপসা করে হঠাৎ বৃষ্টি নামা।বৃষ্টি শেষে সোনালী আলোয় দেখা রাম ধনু।যেন কোন পাহাড় রাম ধনুকের হার পড়েছে। আরো দেখা দিগন্ত বিস্তৃত পাহাড়ের মাঝে কোথাও মেঘ,কোথাও বৃষ্টি, কোথাও রোদ্দুরের আলো ছায়ার খেলা।

এমন সময় গুলোতে মন প্রেমের পিপাসায় কাতর হয়।লীন হয়ে যেতে চায় তার মাঝে,আর সে তারই অভাবে মনে বৈরাগ্য আসে।তাই বলা হয়ে থাকে বৈরাগ্যের বীজ এই ভূমিতে ভালো মতই আছে,বৈরাগ্য এই ভূমির আকাশে বাতাসে।যুগ যুগ ধরে এই ভূমির মহানরা এমিনিতে গৃহত্যাগী হন নাই।


আমার এই পোস্টের দেওয়া ছবি গুলো বিভিন্ন সময় বিভিন্ন মুঠোফোনে বন্দী করা।তাই এদের আকার, স্বচ্ছতাও বিভিন্ন। ছবি ব্লক হিসেবে প্রকাশ করার জন্য তাই কিছু ছবিকে তুলে নেওয়া আমার আর্কাইভ থেকে।গুণিজনরা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।


আঁধার হতে আলোর পথে।


ভানুসে বসিলো পাটে।


কূলে ফেরা।


গোধূলি।


শেষ বিকেলের আলো


পাহাড়ের বুকে বয়ে চলা নদী


দীগন্ত জুড়ে নীলিমার মাঝে।


বিস্তীর্ণ চরাচর।


নির্জন বন।


ফুল।দেবতার চরণে অর্পণ করে ভক্ত।তুষ্ট হয় দেবতা,বর লাভ করে ভক্ত।ফুল চলে যার আবর্জনায়।


শাপলা ফোটা পুকুর।


বৃষ্টি

মন্তব্য ১৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিটা ছবির বর্ণনা ছবির পাশে/নীচে/উপরে দিয়ে দিলে বুঝতে সুবিধা হতো। ছবিগুলো সুন্দর।

ছবির আসপেক্ট রেশিও ১৬:৯ হলে সেটা দেখতে বেশি ভালো লাগে, বেশি এরিয়া কাভার করে, যদিও রেজ্যুলেশন একটু কমে যায়। চেষ্টা করে দেখতে পারেন।

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:০৯

সুদীপ্ত দেব বলেছেন: অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য।এরপর থেকে আরো সুন্দরভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করবো।

২| ২৫ শে জুন, ২০২১ দুপুর ২:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া ছবিগুলি সুন্দর।

২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২

সুদীপ্ত দেব বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:০৪

আমি সাজিদ বলেছেন: সব ছবিই সুন্দর, শাপলা ফোটা পুকুরের দিকে তাকিয়ে কয়েকটি বেলা কাটিয়ে দেওয়া যাবে, এতোটাই পছন্দ হয়েছে আমার।

২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪০

সুদীপ্ত দেব বলেছেন: ধন্যবাদ। এই জলাশয়টি ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এত নির্জন আর শান্ত,সাথে গ্রামের গন্ধ লেগে থাকে। কয়েক বেলা কাটিয়ে দেওয়া যাবে অনায়াসে।

৪| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:১১

শেরজা তপন বলেছেন: চমৎকার হয়েছে।
আপনার সফলতা কামনা করছি!
অংশগ্রহণের জন্য ধন্যবাদ!

২৬ শে জুন, ২০২১ রাত ১২:৪২

সুদীপ্ত দেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবির বগ্ল

২৬ শে জুন, ২০২১ রাত ১২:৪২

সুদীপ্ত দেব বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সব ছবিই সুন্দর |

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:২৬

সুদীপ্ত দেব বলেছেন: ধন্যবাদ।

৭| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: সুন্দর ছবিগুলো!!!

২৬ শে জুন, ২০২১ রাত ১১:১৪

সুদীপ্ত দেব বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৭

অপু তানভীর বলেছেন: সব ছবি গুলো চমৎকার

২৭ শে জুন, ২০২১ রাত ১১:৫৯

সুদীপ্ত দেব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.