| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুষার সুমন
চেয়ারের হাতলটা ভেঙে গেছে আজ ছয়মাস...জানালার গরাদে জমে আছে শুন্য ছত্রাকের সবুজ সাম্রাজ্য... চুন-সুরকি তো কবেই শেষ, লাল ইটেরা সাজিয়ে আছে নতুন প্যারেড......তারমাঝে আবর্জনা মেখে শুয়ে থাকি এই আমি!!
কাল ভোরে হৃদকম্পন থেমে গেছে তার
যেখানে তানপুরার মৃদু সুর-মুগ্ধতা ছিলো ছড়িয়ে,
তারপানে চেয়ে ধ্রুবতারা-
খসে গেছে খুব ভোরে,
আমি ভাবি,
আমিও তার সঙ্গে যাবো
শব পোড়ানো ছাই মেখে
অঘোরী নগ্ন সাধকের বেশে।
পাগলের প্রলাপ - ১
০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫০
তুষার সুমন বলেছেন: হ্যা। ওদের জীবনযাপন একদম আলাদা।
২|
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।
০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
তুষার সুমন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২২
স্রাঞ্জি সে বলেছেন: অঘোরী শব্দ শুনলেই গা ঘিন লাগে।