| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেলোয়ার হোসেন শরিফ
যদি আমার গান শুন তে মন চায় কুরানের সুর তুমি শুনে নিয়ো। যদি আমার গান বুঝতে মন চায় মজলুমানের ব্যাথা বুঝে নিয়ো।
"মা" কে নিয়ে সেরা কয়েকটি উক্তিঃ
** কাঁদার জন্যে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মায়ের কোল।-Jodi Picoult
** যার মা আছে, সে কখনো গরিব নয়। - আব্রাহাম লিংকন।
** সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদেরকষ্ট দেয়।আর মায়েরা তাদেরশেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।- জোয়ান হেরিস
**“মা হচ্ছেন সে ব্যক্তি ,যিনি যখন ঘরে পাঁচজন থাকেন আর তাদের খাবারে জন্য থাকে চারটি পিঠা। তখন তিনি বলেন , ‘আমি পিঠা খাইনা” -Tenneva Jordan
** " আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে"- আমেরিকান লেখিকা Adriana Trigiani
** কোন একটা বিষয় মায়েদেরকে দুইবারভাবতে হয়--একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।- সোফিয়া লরেন
** "সৃষ্টিকর্তা মর্তে নেমে আসতে পারেন না, তাই তিনি তার প্রতিনিধি হিসেবে মাকে পাঠিয়েছেন" - অজানা ব্যাক্তিত্তের উক্তি ] 
২|
২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
মিলন হোসেন১৫৮ বলেছেন: অসাধারন
৩|
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪
ব্যাটম্যানঃ ডন অব জাস্টিস বলেছেন: বাহ! চমৎকার!