![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
অদ্ভুত এক অবান্তর প্রশ্ন চোখের সামনে, তাই কি ?
কিন্তু বাংলাদেশের সাম্প্রতি কার্যকলাপ ভিন্ন কথা বলছে।
কিছু দিন আগে ঘটে গেলো হেফাজত- ইসলামের তান্ডব, নাস্তিক ব্লগারদের বিচারের জন্য করল তারা জিহাদ আর সেই জিহাদের নামে পবিত্র কুরান পুড়ানো দেখে আমার Behemoth ব্যান্ডের কথা মনে পড়ে গেছিল, Behemoth তাদের কনসের্টে বাইবেল ছিড়ে আর বলে "we are not going to buy any religious bullshit... piss on it, burn it."
৫ই মে ঘটনা দেখলে মনে হয় হেফাজত ইসলামের নেতা এবং অনুসারীরা Behemoth ব্যান্ডের ফ্যান।
জাতীয় মসজিদকে কেন্দ্র করে কয়েক মাস আগে জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আমার ২৫.১২.১৯৯২সালে নরওয়েতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে গেলো, সে দিন নরওয়েতে ৪টি পুরাতন গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অভিযোগের আঙ্গুল নরওয়ের ব্ল্যাক মেটাল ব্যান্ডের দিকে যায়।
" A Headbanger_s Journey (2005)" নামক ডকুমেন্টরি ফ্লিমের ইন্টারভিউতে নরওয়ের ব্ল্যাক মেটাল ব্যান্ডগুলো এক কথায় স্বীকার করেছে যে তারা গির্জাতে আগুন দেওয়াকে সাপোর্ট করে ।
সুতরাং, আমরা বলতে পারি হেফাজত ইসলাম এবং জামাত ব্ল্যাক মেটাল মিউজিকের ফ্যান না ডাই হার্ড ফ্যান।
তাই, বাংলাদেশে ব্ল্যাক মেটাল ব্যান্ডের ওপেন কনসার্ট হবে আশা করা যায়।
আ লীগ কিংবা বি এন পির সন্ত্রাসী ক্যাডারদের কার্যক্রম দেখলে আমার ডেথ মেটাল মিউজিকের কথা মনে পড়ে যায়। সাংবাদিক দম্পতি সাগর-রুনির বর্বর হত্যাকাণ্ড দেখে আমার Cannibal Corpse ব্যান্ডের একটা গানের কথা মনে পড়ে যায় "As Deep As The Knife Will Go"
বিগত কয়েক যুগ ধরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আমার Cannibal Corpse ব্যান্ডের Hammer Smashed Face গানের কথা মনে পড়ে যায়।
সুতরাং আমরা বলতে পারি আ লীগ এবং বি এন পি ডেথ মেটাল মিউজিকের ভয়ানক ফ্যান।
তাই, খুব দ্রুত Cannibal Corpse সহ সকল ডেথ মেটাল ব্যান্ডের ওপেন কনসার্টের আয়োজন বাংলাদেশে হবে আশা করা যায়।
বাংলাদেশের রাজনীতিবিদদের নীতি দেখে আমার Pantera ব্যান্ডের War Nerve গানের কথা খুব মনে পড়ে, গানের প্রথম তিন লাইন হল
Truly, fuck the world,
for all it's worth,
every inch of planet Earth,
শুধু world এবং planet earth এর স্থানে বাংলাদেশ লাগিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন বাংলাদেশের রাজনিতিবিদদের নীতি।
আবার যে দলই ক্ষমতায় থাকুক না ক্যানো মিডিয়া সম্বন্ধে তাদের বক্তব্য শুনলে Pantera ব্যান্ডের War Nerve গানের কথা আবারও মনে পড়ে যায় ............
"For every fucking second the pathetic media pisses on me and
judges what I am in one paragraph - Look here - Fuck you all"
এ থেকে আমরা প্রমান করতে পারি বাংলাদেশের মন্ত্রিরা Pantera ব্যান্ডের ডাই হার্ড ফ্যান।
এত বড় বড় মাপের মানুষেরা যেখানে হ্যাভি মেটাল মিউজিকের ফ্যান সেখানে ক্যানো বাংলাদেশে হ্যাভি মেটাল মিউজিক আন্ডার গ্রউন্ডে পড়ে থাকবে ?
ক্যানো বাংলাদেশে বিদেশী বড় মাপের হ্যাভি মেটাল ব্যান্ডগুলোর ওপেন কনসার্ট আয়োজন করা হবে না?
আমি এখনও বুঝতে পারছি না !!!
©somewhere in net ltd.