![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
আপনি কাব্য না মহাকাব্য
আপনি সময় না মহাকাল
আপনি জোনাকি না প্রজাপতি
আপনি আকাশ না মহাকাশ।
আপনি আদি না অন্ত,
আপনি পরম সত্য।
আপনি রং না রংধনু
আপনি আকর্ষণ না অভিকর্ষ
আপনি তরঙ্গ না উত্তাল ঢেউ,
আপনি ছায়াপথ না মহাবিশ্ব ,
আপনি পথ না রথ,
আপনি অনু না পরমাণু
আপনি জীবনের শুরু।
আপনি আলো না নূর,
আপনি পবিত্র না নিষ্পাপ,
আপনি স্থির না গতি,
আপনি ফুল না সুভাস,
আপনি নিস্তব্ধতা না নিরবতা।
আপনি আসক্তি না মাদকতা,
আপনি সৌন্দর্যের উপমা।
আপনি ভালোবাসার মায়া।
২| ০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ভালো।