![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
১২ দিন পর,
সেই নাম্বার থেকে আবার মেসেজ,
- কোথায় আছো?
আমি রিপ্লাই দিলাম,
- আমি আমার ইউনিভার্সে আছি যা তোমার ইউনিভার্সের প্যারালাল।
তারপর সে কল দিল,
- হুমম , প্যারালাল ইউনিভার্স
- ভালোই কল্পনায় যুক্তি দিতে পার
আমি বললাম,
- প্যারালাল ইউনিভার্স নয় তো কি? একটা মেসেজ আর এক মিনিট কথা বলে যে উধাও হয়ে যায় , তাকে কি দিয়ে ব্যাখ্যা দিব?
কেয়া বলল,
- ক্যান , ব্যাখ্যা দিতে হবে, আমি কে? আমার কোন দিন খোজ নিছিলা?
আমি,
- অভিমান আর অভিযোগের পাল্লা অনেক ভাড়ি , আমি জানি।
- আমি যাযাবর , বহমান নদীতে এক ভাসমান এক বেওয়ারিশ , আমি এক অভিশপ্ত কালো ছায়া।
- আমি কখনোই চাইনি, এই অভিশপ্ত কালো ছায়া তোমার জীবনে পরুক,
- তুমি চেয়েছিল, ছোট্ট কুটিরে আশ্রয়স্থল কিন্তু আমিতো যাযাবর , ভাসমান এক বেওয়ারিশ।
- কিভাবে আমি দিব তোমাকে সেই ছোট্ট কুটিরে আশ্রয়স্থল?
- তাই আমি নিজের গুটিয়ে রেখেছি সবসময়।
- তুমি কি আমাকে কখনো বুঝতে চেয়েছিলে কেয়া?
কেয়া,
- সেই নদীতে কলাগাছের ভেলায় আমিও ভাসতে চেয়েছিলাম বেওয়ারিশ হয়ে। সেই ভেলায় আমার ছোট্ট কুটির বানাতে চেয়েছিলাম।
- তোমার সেই কাল্পনিক অভিশপ্তের ছায়ায় যে আমি প্রশান্তি খুজে পেতাম, তুমি কি তা কখনো বুঝার চেষ্টা করেছিলে।
আমি নিশ্চুপ হয়ে রইলাম, এই প্রথম আমার কাছে কোনো যুক্তি নাই, আমার কোন ভাষা নাই, আমি বোবা হয়ে গেলাম।
কেয়া
- তোমার কখনও জিততে মন চাইলে আমার সঙ্গে কথা বোলো, জাহান ! আমি তোমাকে জিতিয়ে দেবো। তোমার কাছে হেরে যেতে আমার শান্তি লাগে।
আমি,
- হার মেনে নিয়েছি আমি অনেক আগেই, জয় আমার সংবিধানে নাই, কেয়া।
- তুমি আমার সেই স্বপ্ন যাকে আমি স্বপ্নেও স্বপ্ন দেখি না,
- তুমি আমার সাধ্যের সীমানার যোযন যোযন মাইল দূরে।
কেয়া,
- স্বপ্ন দেখার জন্য সাহসী হতে হয়, কিংবদন্তি নয়!
- আমার জন্য না হয় একটু সাহস করেই স্বপ্ন দেখতে!
- আমার জন্য না হয় একটু সাহস করে যুদ্ধে করে সাধ্যের সীমানা বাড়িয়ে আনতে!
- আমার জন্য না হয় একটু সাহস করে বিপ্লবী হয়ে সংবিধানে জয় শব্দটা লেখার চেষ্টা করতে!
আমি কেয়ার কথা শুনে , ভাষাহীন হয়ে গেলাম,
আজ আমার সকল যুক্তি, অযুক্তিক মনে হচ্ছে,
কেয়া যেন আমাকে যুক্তির মিশাইল মারতেছে আর আমার আয়ার ডিফেন্স সিস্টেম কাজই করছে না।
খানিক বাদে, কেয়া নিশ্চুপ হয়ে গেল আর আমিতো অনেক আগে থেকেই নিশ্চুপ ছিলাম।
হাসবেন্ড , বাচ্চা নিয়ে প্রশ্ন করতে চেয়েও , সাহস করে উঠতে পারলাম না।
আমি অনুভব করতে পারলাম, কেয়ার কাদছে নিরবে,
তারপর ফোন কেটে দিল,
আমার কোনো কিছু বলার মত ভাষা ছিল না,
আজ আমি আমার আদালতে আসামী , যুদ্ধাপরাধী।
©somewhere in net ltd.